সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৬:০৪ অপরাহ্ন
এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে এডিসি (সার্বিক)
জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা
কৈশরকালীন স্বাস্থ্য সেবার এক নতুন দিগন্ত
===========================
মোঃ জাহিদ হোসেন, দিনাজপর প্রতিনিধ ॥ দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর-এ-আলম বলেছেন, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা কৈশরকালীন স্বাস্থ্য সেবার এক নতুন দিগন্ত। বৈশ্বিকভাবে সাধারণত নারীরা যে সকল ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন তার মধ্যে জরায়ুমুখ ক্যান্সার চতুর্থ সর্বোচ্চ। বাংলাদেশী নারীদের ক্ষেত্রে একটি দ্বিতীয় সর্বোচ্চ। প্রতি বছর বিশ্বে ৬ লক্ষাধীন নারী জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হয়। তার মধ্যে প্রায় ৩ লক্ষ মৃত্যুবরণ করে। তাই কিশোরী বয়সে এইচপিভি টিকা নিলে নারীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব।
২৪ অক্টোবর বৃহস্পতিবার দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন-২০২৪ এর উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথি বক্তব্যে এ কথাগুলো বলেন। দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আসিফ ফেরদৌস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ আমিরুল ইসলাম, জেলা সমাজসেবা দপ্তরের উপ-পরিচালক মোঃ ময়নুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মোঃ জিন্নাহ আল মামুন, জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ গোলাম কিবরিয়া, ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহ্ মুহাম্মদ শরিফ, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা বেগম ছবি ও জেলা প্রাইমারী শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম। দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ কাওসার আহমেদ এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক আজাদ আলী ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন ইপিআই সুপারিনটেনডেন্ট মোঃ সাইফুল ইসলাম, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম। প্রধান অতিথি এডিসি (সার্বিক) নুর-এ-আলম, অনুষ্ঠানের সভাপতি সিভিল সার্জন ডাঃ মোঃ আসিফ ফেরদৌসসহ অতিথিবৃন্দের উপস্থিতিতে একজন ছাত্রীকে এইচপিডি টিকা দিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।