শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন
চিরিরবন্দরে নববধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে উঠেছে স্বামীর বিরুদ্ধে, স্বামী আটক।
মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি
চিরিরবন্দরে তানিয়া আক্তার (১৮ নামে এক নববধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে ।
সকালে স্থানীয় জনতা অভিযুক্ত স্বামী আবদুল রহিমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
সোমবার ( ১০ মার্চ ) সকালে নববধূর মরদেহ উদ্ধার করে চিরিরবন্দর থানার পুলিশ।
নিহত তানিয়া আক্তার (১৮) পার্বতীপুর উপজেলার আমবাড়ি কুড়িয়াইল গ্রামের আবু তালেবের মেয়ে।
অভিযুক্ত আব্দুর রহিম (২২) চিরিরবন্দর উপজেলার ১০ নং পুনটি ইউনিয়নের দক্ষিণ হযরতপুর গ্রামের আজহার আলি মণ্ডলের ছেলে।
গত ( ৬ মার্চ ) বৃহস্পতিবার তানিয়া আক্তারে বিয়ে হয়, রবিবার সন্ধ্যায় তানিয়া বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে আসে।
সোমবার রাতে স্বামীর ঘরে শয়ন কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করেন পুলিশ ।
পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠান। এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়ের প্রস্তুতি চলছে।
চিরিরবন্দর থানার (তদন্ত ওসি ) মোঃ আহসান হাবিব বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বলা যাবে মৃত্যুর সঠিক কারণ ।
এ বিষয় চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল ওয়াদুদ এর সঙ্গে মুঠো ফোনে ফোন দিলে ফোন রিসিভ করেননি ।