শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ন
ঘোড়াঘাট দাখিল মাদ্রাসার অবস্থান কর্মসূচি পালিত
মােঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট মসজিদের নামে অন্যায়ভাবে অর্থ দাবীর প্রতিবাদে রাস্তা অবরোধ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় মাদ্রাসা সংলগ্ন দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের ব্যানারে এ অবরোধ ও অবস্থান কর্মসূচি পালিত হয়।
উক্ত কর্মসুচিতে শিক্ষক-শিক্ষার্থীরা দাবি জানিয়ে বলেন, ঘোড়াঘাট দাখিল মাদ্রাসার জায়গায় স্থাপিত একটি মসজিদে এলাকার লোকজন নিয়ে আলাদা একটি কমিটি রয়েছে। কমিটি ও স্থানীয় লোকজন মাদ্রাসার বর্তমান পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রভাবিত করে প্রতি বছর মাদ্রাসার ফান্ড থেকে ৮০ হাজার করে টাকা মসজিদের এ্যাকাউন্টে জমা দিতে নির্দেশ প্রদান করেন।
নিয়ম বহির্ভূত অন্যায় এ দাবির প্রতিবাদে আমরা এ কর্মসূচি পালন করছি। আমাদের দাবী না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। কর্মসূচি চলাকালে রাস্তার দুপাশে শত শত গাড়ি জমা হয়ে যানযটের সৃষ্টি হয়।
খবর পেয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম উপস্থিত হয়ে যানজট নিরসন সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাদের যৌক্তিক দাবী মেনে আশ্বাস দিলে আন্দোলনরত শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করে ক্লাসে ফিরে যায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনের খবর পেয়ে তাদের যৌক্তিক দাবী মেনে আশ্বাস দিলে আন্দোলনরত শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করে ক্লাসে ফিরে যায়। এ বিষয়ে স্থানীয় লোকজন, মসজিদ কমিটি ও মাদ্রাসার শিক্ষকগণের সাথে আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।