মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
শার্শায় আওয়ামী লীগের ১১ নেতাকর্মীর আদালতে আত্মসমর্পণ দাউদকান্দিতে র‍্যাব-১১ এর অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিলসহ মাদক কারবারি আটক রোববার আশুরা উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ দিনাজপুরে বাসায় চুরির ঘটনায় যুবক গ্রেফতার রায়পুরা মুছাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে হাওড় আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। শিবপুর পুটিয়া ইউনিয়নে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনসচেতনতামূলক কর্মীসভা অনুষ্ঠিত। বোচাগঞ্জে দাদা কর্তৃক ধর্ষণের শিকার হয়ে লজ্জায় বিষপান করা সেই কিশোরীর মৃত্যু মোছাঃ তহমিনা বেগম বিউটি যশোরে বিজিবির অভিযানে সাড়ে ৩ কেজি স্বর্ণসহ দুই চোরাকারবারি আটক। পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি এসআই মনির গ্রেফতার। টাঙ্গাইল ঘাটাইল এক শিশু শ্রমিককে চুরির অপবাদে পিটিয়ে হ*ত্যা।

ঘোড়াঘাটে আ্ইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক : থানা থেকে সরিয়ে নেয়া হলো সেনা সদস্যদের।

ঘোড়াঘাটে আ্ইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক :
থানা থেকে সরিয়ে নেয়া হলো সেনা সদস্যদের।

মােঃ শাহিন আলম , দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় থানা থেকে সরিয়ে নেওয়া হলো সেনা সদস্যদের।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় থানা কমপ্লেক্স থেকে তারা বিদায় নেন। বিদায়ের পূর্বে থানা পুলিশের সদস্যরা সেনা সদস্যদের বিদায় জানান।

এর আগে সাধারণ শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলন এবং পরবর্তীতে গত ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতন ঘটে। সরকার পতন খবর ছড়িয়ে পড়লে সারা দেশে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। পুলিশ সদস্যরা কর্মস্থল ছেড়ে চলে যান। এমন পরিস্থিতিতে দেশের সকল থানায় মোতায়েন করা হয় সেনাবাহিনীকে। মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করে সেনা সদস্যরা।

সরকার পতনের পরবর্তী এক সপ্তাহে দিনাজপুর জেলার বিভিন্ন থানা এলাকায় হামলা, মারপিট, ভাংচুর সহ বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটলেও, ঘোড়াঘাট থানায় দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পুরো পরিবেশ স্বাভাবিক ছিল। ৫ আগষ্টের পর হতে সেনাবাহিনীর পাশাপাশি থানা পুলিশকে সার্বিক সহযোগীতা প্রদান করেন স্থানীয় সচেতন মহল এবং বিএনপি-জামায়াতের নেতৃবৃন্দ।

এতে ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে থানা পুলিশের কার্যক্রম। সরকার পতনের ঠিক এক মাসের মাথায় ঘোড়াঘাট থানা থেকে সেনা সদস্যদের সরিয়ে নিলো কর্তৃপক্ষ। বিদায়ের পূর্বে অদ্ভুতপূর্ণ সহযোগীতার জন্য ঘোড়াঘাটবাসী এবং পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সেনা সদস্যরা। নতুন দেশ গড়তে সকলকে সম্মিলিত ভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন সামরিক বাহিনীর সদস্যরা।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজামান আসাদ বলেন, ঘোড়াঘাটবাসী খুবই শান্তিপ্রিয়। ৫ আগষ্টের পর থেকে স্থানীয় সচেতন মহল এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাদেরকে এবং সেনা সদস্যদেরকে সার্বিক ভাবে সহযোগীতা করেছেন। স্থানীয় সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় ঘোড়াঘাট থানা এলাকার সার্বিক পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক। বিশৃঙ্খল পরিবেশ শান্ত করতে সেনা সদস্যরা আমাদেরকে সহযোগীতা করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত