সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৩:১১ অপরাহ্ন
গাজীপুরের রাবেয়া আনোয়ার মাতৃসদনে কোটি টাকার দুর্নীতি: বেতন আটকে, ঘুষবাণিজ্যের অভিযোগ।
গাজীপুর প্রতিনিধি।
গাজীপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) পরিচালিত রাবেয়া আনোয়ার মাতৃসদন স্বাস্থ্যসেবা কেন্দ্রটি দুর্নীতির আঁতুড়ঘর হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে।
কেন্দ্রের প্রজেক্ট ম্যানেজার পাপিয়া রহমান ও এফপিএবি’র ব্যক্তিগত কর্মকর্তা নজরুল ইসলাম মিলে নিয়োগ, বদলী, বেতন প্রদান এবং কেনাকাটায় কোটি কোটি টাকার ঘুষবাণিজ্য করছেন বলে স্থানীয়রা জানায়। কর্মীদের বেতন মাসের পর মাস আটকে রাখা হয় এবং বেতনের ৩৫ শতাংশ পর্যন্ত কমিশন আদায় করা হচ্ছে।
একটি অডিও ক্লিপে দেখা গেছে, বেতন তুলতে ডাক্তারসহ কর্মীদের ঘুষ দিতে হচ্ছে। প্রতিবাদ করলে চাকরিচ্যুতি হুমকির ভয়ভীতিও রয়েছে।
কেন্দ্রে ইন্সট্রুমেন্ট ও ফার্নিচার ক্রয়ে দুর্নীতি, রোগীর কাছ থেকে জোরপূর্বক চার্জ আদায়সহ আরও নানা অনিয়ম চলছে বলে অভিযোগ রয়েছে।
এফপিএবি কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। দুর্নীতির পরবর্তী কাণ্ডবিবরণী প্রকাশিত হবে।