শনিবার, ১০ মে ২০২৫, ১১:১৩ অপরাহ্ন
নরসিংদীতে দেশ টিভির সাংবাদিক আকরাম হোসেনের উপর সশস্ত্র হামলা
নরসিংদী প্রতিনিধি।
নরসিংদীতে দেশ টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি ও প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক আকরাম হোসেন ও তার পরিবারের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ মে) রাত পৌনে ১০টায় শহরের বাসাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশের হাসান সিএনজি ফিলিং স্টেশনে তিন মুখোশধারী দুর্বৃত্ত চাপাতি নিয়ে হামলা চালায়। আকরামকে লক্ষ্য করে কোপ দিলে তা গাড়ির দরজায় লাগে। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। নরসিংদী প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।