রবিবার, ০৪ মে ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন
নরসিংদীতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকারের অভিযোগ, উত্তপ্ত জনতা, অতিরিক্ত পুলিশ মোতায়ন।
মাধবদী প্রতিনিধি।
নরসিংদীর মাধবদী থানার মহিষাশুরা আটপাইকা এলাকায় অবস্থিত মারকাযুল উলূম মাদ্রাসা ও এতিমখানায় চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। উক্ত মাদ্রাসার শিক্ষক হাফেজ বেলাল হোসাইন সুমনের বিরুদ্ধে ৯ বছর বয়সী নেজারা বিভাগের ছাত্র ওয়াফী হোসাইনকে বলাৎকারের অভিযোগ ওঠে।
অভিযোগ প্রকাশ পাওয়ার পরপরই ক্ষুব্ধ স্থানীয় জনতা শিক্ষককে আটক করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা মহিষাশুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মুফতি কাউছার আহম্মেদ এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত শিক্ষককে হেফাজতে নেওয়া হয়েছে এবং শিশুটির পরিবারকে যথাযথ আইনগত সহায়তা দেওয়া হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।
বিস্তারিত সংবাদ পরে জানানো হবে।