রবিবার, ০৪ মে ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
নরসিংদী জেলা বিএনপির সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত খায়রুল কবির খোকন, ভাইরাল ছবিতে যুবদল-ছাত্রদলের উচ্ছ্বাস যশোর ঝিকরগাছায় শিক্ষকের মারধরে ছাত্রী হাসপাতালে, তদন্ত কমিটি গঠন শিবপুরে সুশিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে ১৩৫ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান। নরসিংদীতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকারের অভিযোগ, উত্তপ্ত জনতা, অতিরিক্ত পুলিশ মোতায়ন। বেনাপোলে রেলের জমি দখল করে ভবন নির্মানের অভিযোগ বাংলাদেশ তৃণমূল জনতা পার্টির উদ্যোগে মে দিবস পালিত। ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল — বিএনপি’র দুর্দিনের কান্ডারী। মাধবদী কাদরিয়া আসমান দিয়া দরবার শরীফে হামলার হুমকি, জেলা সূফী সংস্থার সমন্বয়কারীর আহ্বান: উত্তেজনা সৃষ্টিকারীদের দ্রুত আইনের আওতায় আনা হোক। নরসিংদীতে লাইসেন্স ব্যবস্থা বন্ধ, ইজারার নামে টাকা তোলা: যানজট কমাতে নিয়ন্ত্রণ দরকার

বেনাপোলে রেলের জমি দখল করে ভবন নির্মানের অভিযোগ

বেনাপোলে রেলের জমি দখল করে ভবন নির্মানের অভিযোগ

বেনাপোল প্রতিনিধি :
যশোরের বেনাপোলে সরকারি রেলওয়ের সম্পত্তি জবর দখল করে বহুতল ভবন নির্মানের অভিযোগ উঠেছে। রেলের প্রকৌশলী বিভাগ এটা দেখার দায়িত্ব থাকলেও তারা ঘটনাস্থলে আসেনি। তাদের ম্যানেজ করে এই ভবন নির্মাণ করা হচ্ছে বলে এলাকার লোকজনের দাবি।

বেনাপোল পৌরসভার দিঘিরপাড় গ্রামের হাইওয়ে সড়কের রেল লাইনের পাশে এ ভবন নির্মানের খবর পেয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে চলে আসার পর আবারও কাজ শুরু করেছে নির্মান শ্রমিকরা। তবে ঘটনাস্থলে গিয়ে মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি।

শনিবার (৩ মে) পৌরসভার দিঘিরপাড় রেল লাইনের পশে সরকারী রেলওয়ে জমি দখল করে নির্মান কাজ শুরু করেছে জনৈক ইস্রাফিল। এর আগে সে রেল লাইন ঘেষে পিলার নির্মান করেছে। শনিবার সে শ্রমিকদের দিয়ে কাজ করার সময় খবর পায় রেলওয়ে কর্তৃপক্ষ। এ খবর পেয়ে সেখানে জিআরপি পুলিশ কোন বৈধ কাগজপত্র না পেয়ে কাজ বন্ধ করে দেয়।

স্থানীয়রা জানায়, পুলিশ চলে যাওয়ার পর আবারও সেখানে কাজ করছে। ওই জায়গায় ইস্রাফিল ও তার পার্টনার ওসমান নামের দুইজন যৌথ ভাবে এ ভবর নির্মান করার কাজে লিপ্ত রয়েছে। এরা অবৈধ উপার্জনের টাকায় বেনাপোলসহ আশে পাশে একাধিক জায়গায় জমি ক্রয় করে বিল্ডিং নির্মান এর কাজ করে চলেছে।

এ বিষয়ে বেনাপোল জিআরপি পুলিশের এস আই শুধাংশ বিশ্বাস বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বৈধ কোন কাগজপত্র না পেয়ে কাজ বন্ধ রাখতে বলেছি। তাদের বলে এসেছি রেলওয়ে কর্তৃপক্ষর সংশ্লিষ্ট বিভাগ এর সাথে আলাপ করে বৈধ কাগজ পত্র ছাড়া কোন কাজ করতে পারবেন না।

রেলওয়ের প্রকৌশলী বিভাগের (০১৭১১-৬৯২৮৬৪) একাধিকবার ফোন দিলে ও তারা ফোন রিসিভ করেননি। ম্যাসেজ দিলেও জবাব দেননি।

বেনাপোল রেলওয়ে ষ্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, রেলওয়ের জমি দেখাশুনার দায়িত্বে রয়েছে প্রকৌশলী বিভাগ। এ বিষয়টি তাদের অবগতি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত