শুক্রবার, ০২ মে ২০২৫, ০৭:১২ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
নরসিংদীতে লাইসেন্স ব্যবস্থা বন্ধ, ইজারার নামে টাকা তোলা: যানজট কমাতে নিয়ন্ত্রণ দরকার নরসিংদী রেল স্টেশনে হকার-দোকানদারদের কাছ থেকে প্রতিদিন চাঁদাবাজি, পুলিশ-স্টেশন মাস্টারের ভাগ, আতঙ্কে ভুক্তভোগীরা নিবন্ধিত দলের চেয়ে অনিবন্ধিত দলের নেতাদের দাপটে দিশেহারা সরকার। ঘোড়াশালে বিএনপি নেতা মহিউদ্দিনের নেতৃত্বে মহান মে দিবসের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ মে দিবসে বৃহস্পতিবার বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ বেনাপোল – যশোর সড়কের শতবর্ষী ঝুঁকিপূর্ণ গাছ কাটার নির্দেশ এভারকেয়ার হসপিটাল ঢাকা’র উদ্যোগে নরসিংদীর প্রাইম জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত হলো মেডিকেল ক্যাম্প। খুলনার দিঘলিয়া ৩নং ইউনিয়ন বিএনপি’র সম্মেলনে, উৎসবের আমেজ। রায়পুরা উপজেলার চানপুর ইউনিয়নের যুবদল নেতার নেতৃত্বে বিএনপি’ নেতার বাড়িতে হামলা।

রাজনৈতিক প্রভাবের শিকার মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, শঙ্কিত অভিভাবকরা

রাজনৈতিক প্রভাবের শিকার মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, শঙ্কিত অভিভাবকরা

মাধবদী (নরসিংদী):
দিনদিন রাজনৈতিক প্রভাবের কবলে পড়ে ধ্বংসের পথে যাচ্ছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ। বিষয়টি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন একাধিক অভিভাবক। তারা বলছেন, এখন দিনে-দুপুরে বহিরাগতদের প্রবেশ ও খেলাধুলার অজুহাতে পাড়ার ছেলেরা অনায়াসে প্রবেশ করছে প্রতিষ্ঠানটিতে।

একজন অভিভাবক শাওন খন্দকার শাহিন জানান, “স্বৈরাচার বিদায়ের পর এই প্রতিষ্ঠানে রাজনীতির প্রভাব বেড়েই চলেছে। অথচ আমার নানা আব্দুস ছামাদ চারবারের নির্বাচিত সেক্রেটারি ছিলেন মাধবদী বাজার বণিক সমিতির এবং তিনি ছিলেন এই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের দায়িত্বে। তখন এমন পরিস্থিতি কখনোই দেখা যায়নি। এ প্রতিষ্ঠানে আমার মা, খালা, ফুফুরা পড়াশোনা করেছেন, বর্তমানে আমার মেয়েও প্রাইমারিতে পড়ে। আজ তার ভবিষ্যৎ নিয়ে আমি শঙ্কিত।”

তিনি আরও বলেন, “রাজনৈতিক প্রভাবে যদি শিক্ষা প্রতিষ্ঠান চলে, তবে মেয়েদের নিরাপত্তা কোথায়? আজ ছাত্রদলের কমিটি গঠন হচ্ছে গার্লস স্কুলে! এটা কখনোই কাম্য নয়।”

শাওন খন্দকার শাহিন জানান, শিক্ষকরা আজ রাজনৈতিক চাপে জিম্মি হয়ে পড়েছেন। অথচ এখন দেশে অন্তবর্তীকালীন সরকারের অধীনে সংস্কারের সময় চলছে, কোনো রাজনৈতিক গোঁজামিলের সময় নয়। তিনি আহ্বান জানান, গার্লস স্কুল ও কলেজগুলোকে দলীয় প্রভাবমুক্ত রাখার জন্য অভিভাবকসহ সচেতন সবাইকে ঐক্যবদ্ধ হতে।

তিনি আরও বলেন:
“আমরা অভিভাবকরা নয়, বরং জিম্মি হয়ে আছেন প্রতিষ্ঠানটির অনেক শিক্ষক। আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করি এবং মেয়েদের জন্য একটি নিরাপদ ও রাজনীতি মুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করি।”

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত