সোমবার, ১৪ Jul ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
গোবিন্দগঞ্জে একাধিক মামলার আসামি হৃদয় গ্রেফতার। শিবপুরে কুখ্যাত ডাকাত আমিন সরকার গ্রেপ্তার ভালুকায় ৬নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের কর্মবিরতি আওয়ামী লীগ–বিএনপি মিলে ‘সংবাদ সম্মেলন নাটক’: বালু খেকোদের সাফাই, চেয়ারম্যানের স্বামী ছিলেন যুবলীগ নেতা! রায়পুরায় মেঘনা নদীর ভাঙন থেকে গৌরীপুর গ্রাম রক্ষায় মানববন্ধন নরসিংদীতে পৃথক ঘটনায় দুইজনের লাশ উদ্ধার। ১৬ বছরের রাজপথের লড়াই: মামলার পাহাড়, কারাবরণ আর তবুও নতি নয় আমজাদ হোসেনের! পাথর মেরে বর্বরোচিত হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগানের প্রতিবাদে চরফ্যাশনে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বেনাপোল বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব হাবিবুর রহমান

বেনাপোল বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব হাবিবুর রহমান

মনির হোসেন, বেনাপোল।
বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব হাবিবুর রহমান।

বুধবার (০৯এপ্রিল) বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের হল রুমে সহকারী প্রধান শিক্ষক মো: ইন্তাজুর রহমানের সঞ্চালনায় ও প্রধান শিক্ষক মোঃ রমজান আলীর সভাপতিত্বে এ্যাডহক কমিটির সভা অনুষ্ঠিত হয়।

এর আগে যশোর শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক কামরুজ্জামান সাক্ষরিত পত্রে হাবিবুর রহমানকে সভাপতি করে ৩ সদস্যের একটি এ্যাডহক কমিটি গঠন করা হয়।
এ্যাডহক কমিটির অন্য সদস্যদের নাম মো: বদরুল আলম ও মোঃ জহিরুল ইসলাম।

আলহাজ্ব হাবিবুর রহমান মালিপোতা গ্রামের মৃত কাসেম আলীর চতুর্থ পুত্র । তিনি শার্শা উপজেলা পাঁচ নাম্বার পুটখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান,বিশিষ্ট সমাজ সেবক ও সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী, ব্যবসায়ীদের সেবা দিচ্ছেন। রাজনৈতিক অঙ্গনেও রয়েছে তার বিস্তার।

জানা যায়, বিগত আ’লীগ সরকার ক্ষমতা চ্যুতির পর গত ২০ আগস্ট দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতিকে সরিয়ে দেয় অন্তবর্তীকালীন সরকার।

পরে এসব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব দেওয়া হয় জেলা পর্যায়ে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের প্রতিনিধি এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের।

এদিকে আলহাজ্ব হাবিবুর রহমানকে এ্যাডহক কমিটির সভাপতি মনোনিত করায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা যশোর শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক কামরুজ্জামানকে
অভিনন্দন জানিয়েছেন।

এছাড়া অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠন এবং গণমাধ্যম কর্মীরা।

তিনি জানান, এ বিদ্যালয়ে পাশ থেকে অনেক সেবা দিয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানে সেবা করার সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞ। রাজনৈতি মুক্ত শিক্ষাঅঙ্গন, সুশৃঙ্খল পরিবেশ ও বিদ্যালয় উন্নয়নে কাজ করতে ভুমিকা রাখবে এই পরিচালনা পরিষদ কমিটি। তিনি যশোর শিক্ষা বোর্ডের সকল কর্মকর্তাদের কৃতজ্ঞতা জানিয়ে সহযোগীতা কামনা করেন।#

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত