শনিবার, ০৩ মে ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
নরসিংদীতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকারের অভিযোগ, উত্তপ্ত জনতা, অতিরিক্ত পুলিশ মোতায়ন। বেনাপোলে রেলের জমি দখল করে ভবন নির্মানের অভিযোগ বাংলাদেশ তৃণমূল জনতা পার্টির উদ্যোগে মে দিবস পালিত। ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল — বিএনপি’র দুর্দিনের কান্ডারী। মাধবদী কাদরিয়া আসমান দিয়া দরবার শরীফে হামলার হুমকি, জেলা সূফী সংস্থার সমন্বয়কারীর আহ্বান: উত্তেজনা সৃষ্টিকারীদের দ্রুত আইনের আওতায় আনা হোক। নরসিংদীতে লাইসেন্স ব্যবস্থা বন্ধ, ইজারার নামে টাকা তোলা: যানজট কমাতে নিয়ন্ত্রণ দরকার নরসিংদী রেল স্টেশনে হকার-দোকানদারদের কাছ থেকে প্রতিদিন চাঁদাবাজি, পুলিশ-স্টেশন মাস্টারের ভাগ, আতঙ্কে ভুক্তভোগীরা নিবন্ধিত দলের চেয়ে অনিবন্ধিত দলের নেতাদের দাপটে দিশেহারা সরকার। ঘোড়াশালে বিএনপি নেতা মহিউদ্দিনের নেতৃত্বে মহান মে দিবসের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

ব্যাংকে চাঁদা দাবির অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন নরসিংদী জেলা জামায়াত ইসলামী

ব্যাংকে চাঁদা দাবির অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন নরসিংদী জেলা জামাত ইসলামী

আর এ লায়ন সরকার, নরসিংদী।

নরসিংদীর মাধবদীতে ৭ এপ্রিল সংঘটিত একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের জড়িয়ে কিছু সংবাদ প্রকাশিত হয়েছে। দৈনিক প্রথম আলো, কয়েকটি অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এসব সংবাদকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখা।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে জামায়াতের নরসিংদী জেলা শাখার প্রচার সম্পাদক আমীরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে মারধরের অভিযোগ শিবির কর্মীদের বিরুদ্ধে’—এ শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। জামায়াত ও শিবিরের কোনো নেতাকর্মী ওই ঘটনার সঙ্গে জড়িত নয়। পাশাপাশি ইসলামী ব্যাংকের কর্মকর্তা সেলিম মিয়ার সঙ্গে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। এছাড়াও ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবু সাঈদ এ ঘটনার সঙ্গে জামায়াত-শিবিরের সংশ্লিষ্টতা নেই বলেও বক্তব্য দিয়েছেন।

জামায়াতের জেলা আমির মাওলানা মোছলেহুদ্দিন ও সেক্রেটারি আমজাদ হোসাইন এক যৌথ বিবৃতিতে জানান যে, ‘ওই ঘটনার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী বা ইসলামী ছাত্রশিবিরের কোনো নেতাকর্মী বা সংগঠন জড়িত নয়। নরসিংদীর মাধবদীতে ইসলামী ব্যাংকের এক কর্মকর্তার সঙ্গে কয়েকজন ঋণখেলাপির কথাকাটাকাটির ঘটনা ঘটেছে, যার সঙ্গে শিবিরের কোনো সম্পর্ক নেই। কিন্তু প্রকৃত ঘটনা আড়াল করে উদ্দেশ্যমূলকভাবে শিবিরকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করা হয়েছে, যা আমাদের গভীরভাবে মর্মাহত করেছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জামায়াত-শিবিরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং তাদের সুসংগঠিত ধারাবাহিক কার্যক্রম ব্যাহত করতেই এ ধরনের অপপ্রচার চালানো হয়েছে। আমরা চাই, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

জেলা প্রচার সম্পাদক আমীরুল ইসলাম বলেন, ‘সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী দায়িত্বশীলদের বক্তব্য নেওয়া উচিত ছিল। কিন্তু সংবাদ প্রকাশে তা অনুসরণ করা হয়নি। প্রকৃত ঘটনা গোপন রেখে আমাদের জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করায় আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দুঃখ প্রকাশ করছি।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত