শনিবার, ১০ মে ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
যশোরের শার্শা উপজেলায় বেলতলা আমবাজার থেকে কেমিক্যাল মিশ্রিত আম বাজারজাত করন শুরু নরসিংদীতে জুলাই আন্দোলনের আহতদের চেক বিতরণ, বঞ্চিতদের ক্ষোভ ও যাচাই নিয়ে বিতর্ক কাজ ভাগিয়ে নিতে কোটি টাকা দুর্নীতি: নরসিংদী জেলা কারাগার প্রকল্পে বিশ্বাস বিল্ডার্সের দাপট। নরসিংদীতে পুলিশের অভিযানে চাকুরীর নামে অর্থ আত্মসাৎকারী প্রতারক গ্রেফতার নোয়াখালীতে র‌্যাব-১১ অভিযানে ১১ বছর পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার নরসিংদীতে কাভার্ড ভ্যান চালক হত্যার প্রতিবাদে মানববন্ধন, পরিবারের নিরাপত্তার দাবি। জাহিদুল কবির ভূঁইয়া: নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের নেতৃত্বে এক উজ্জ্বল নাম। নরসিংদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মেশিন জব্দ দিনাজপুরে গঠনতন্ত্র ভঙ্গ করে প্রতিষ্ঠাতা সদস্যকে বহিষ্কার করার চেষ্টা নরসিংদী জেলা বিএনপির সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত খায়রুল কবির খোকন, ভাইরাল ছবিতে যুবদল-ছাত্রদলের উচ্ছ্বাস

নরসিংদীর শীলমান্দী নিখোঁজের ৩ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার।

নরসিংদীর শীলমান্দী নিখোঁজের ৩ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার।

আর এ লায়ন সরকার, নরসিংদী।

নরসিংদীতে সাদ্দাম হোসেন (৩) নামের এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে সদর উপজেলার শীলমান্দি বিলপাড় এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

এর আগে গত বৃহস্পতিবার দুপুর ২টায় বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় শিশু সাদ্দাম। সে বিলপাড় এলাকার আমজাদ হোসেনের ছেলে।

পুলিশ সুপার আব্দুল হান্নান জানান, নিহত শিশুটির বাবা একজন প্রবাসী। শিশুটির বাবার সঙ্গে তার মায়ের ডিভোর্স হওয়ার পর আরেক প্রবাসীর সঙ্গে বিয়ে হয়। তিনি বর্তমানে ছেলেকে নিয়ে তার বাবার বাড়িতে থাকেন। গত বৃহস্পতিবার দুপুরে শিশুটি নিখোঁজ হলে পরিবারের পক্ষ থেকে সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

আজকে যেখান থেকে শিশুটির লাশ উদ্ধার হয়েছে। 

তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে, রাতের যেকোনো সময় ঘটনাস্থলে দুর্বৃত্তরা লাশটি ফেলে গেছে। লাশটির শরীর ফুলে পচন ধরে গেছে। শিশুটির তো কোনো শত্রু থাকতে পারে না।

কেউ হয়তো নিজেদের স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে শিশুটিকে বলির পাঠা বানিয়েছে। আমরা সবগুলো বিষয় আমলে নিয়ে তদন্ত শুরু করেছি।’

পুলিশ সুপার আরো জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে সাধারণ ডায়েরিটি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
এদিকে নিহতের মা সাথী জানান তার দ্বিতীয় স্বামী
মোস্তাক মিয়া প্রথমে সন্তানসহ মেনে নিলেও বিয়ের কিছুদিন পরে সন্তানকে প্রথম স্বামীর ঘরে পাঠিয়ে দেওয়ার জন্য বারবার চাপ সৃষ্টি করে আসছে। শিশুটি নিখোঁজ হয় দ্বিতীয় স্বামীর ফুফু সাবিকুন্নাহার অপহরণ করে মেরে রাত্রে কোন সময় কবরস্থানে ফেলে যায় বলে জানায় শিশুটির মা সাথী আক্তার।
এদিকে সাদ্দাম হোসেনের প্রথম স্ত্রী হোসনেয়ারা দ্বিতীয় স্ত্রীর সম্পর্কে ফুফাতো বোন জানান আমার স্বামী তার স্বভাব চরিত্র ভালো নয় আমি মনে করি সে আমার সতীনের ছেলেকে হত্যা করেছে।
এই হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে সাথী আক্তার পূর্বে একাধিক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।
শীলমান্দী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিনা আক্তার জানান অপরাধীদেরকে দ্রুত তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত