শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
যশোরের শার্শা উপজেলায় বেলতলা আমবাজার থেকে কেমিক্যাল মিশ্রিত আম বাজারজাত করন শুরু নরসিংদীতে জুলাই আন্দোলনের আহতদের চেক বিতরণ, বঞ্চিতদের ক্ষোভ ও যাচাই নিয়ে বিতর্ক কাজ ভাগিয়ে নিতে কোটি টাকা দুর্নীতি: নরসিংদী জেলা কারাগার প্রকল্পে বিশ্বাস বিল্ডার্সের দাপট। নরসিংদীতে পুলিশের অভিযানে চাকুরীর নামে অর্থ আত্মসাৎকারী প্রতারক গ্রেফতার নোয়াখালীতে র‌্যাব-১১ অভিযানে ১১ বছর পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার নরসিংদীতে কাভার্ড ভ্যান চালক হত্যার প্রতিবাদে মানববন্ধন, পরিবারের নিরাপত্তার দাবি। জাহিদুল কবির ভূঁইয়া: নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের নেতৃত্বে এক উজ্জ্বল নাম। নরসিংদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মেশিন জব্দ দিনাজপুরে গঠনতন্ত্র ভঙ্গ করে প্রতিষ্ঠাতা সদস্যকে বহিষ্কার করার চেষ্টা নরসিংদী জেলা বিএনপির সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত খায়রুল কবির খোকন, ভাইরাল ছবিতে যুবদল-ছাত্রদলের উচ্ছ্বাস

রামাদানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় রাখতে নরসিংদী শহর জামায়াতের মিছিল।

রামাদানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় রাখতে নরসিংদী শহর জামায়াতের মিছিল।

নরসিংদী শহর প্রতিনিধি।

রামাদানের পবিত্রতা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে শান্তিপূর্ণ মিছিল করে নরসিংদী শহর জামায়াতে ইসলামী।
আজ বাদ জুমআ ব্রাহ্মন্দী বায়তুল আমান মসজিদ মোড় থেকে নরসিংদী শহর জামায়াতের আমীর আজিজুর রহমান এর সভাপতিত্বে ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মকবুল হোসেন এর নেতৃত্বে শুরু হয়।
মিছিলটি ব্রাহ্মন্দী মোড় থেকে শুরু হয়ে শিক্ষাচত্বর,বুয়াকুড় মোড় ও পৌরসভা চত্বর প্রদক্ষিণ করে।
মিছিলের শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি অধ্যাপক মকবুল হোসেন সরকারের নিকট রমাদানের পবিত্রতা রক্ষা করতে আহবান জানায়।
দৈনন্দিন জীবন পরিচালনার জন্য দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি করেন। রমজান শুরুর পূর্বে শ্রমজীবী মানুষের বেতন-ভাতা ও পারিশ্রমিক বুঝিয়ে দেয়ার জন্য প্রতিষ্ঠানের মালিকদের প্রতি বিনীত অনুরোধ করেন।
রমজানের এই পবিত্রতার মাধ্যমে দেশ থেকে সকল জুলুম, নির্যাতন ও অনিষ্টতা বন্ধ করার আহবান করেন এই নেতা।
তিনি আরো বলেন কারাবন্দী এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন।

শান্তিপূর্ণ মিছিলের সভাপতি আজিজুর রহমান তার বক্তব্যে বলেন নরসিংদী শহরে দলমত, ধর্ম বর্ণ মিলে সম্প্রীতির বন্ধন রয়েছে যুগের পর যুগ।
জামায়াতে ইসলামী নরসিংদী শহর এ বন্ধন অটুট রাখতে দৃঢ়সংকল্প । সবার মৌলিক অধিকার রক্ষায় আমরা নিবেদিত হয়ে সকল কিছু ত্যাগ করতে প্রস্তুত রয়েছি।
আমরা সাম্য ও শান্তির বাংলাদেশ গঠন করতে সবার সহযোগিতা চাই।
মিছিলে আরো উপস্থিত ছিলেন নরসিংদী সদর থানা আমীর মাহফুজ ভূইয়া, সাবেক শহর আমীর মুক্তিযুদ্ধা জহিরুল ইসলাম মানিক মিয়া,শহর সেক্রেটারি আবুল বাশার খান, সদর থানা সহকারী সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, শাহাদাত হোসেন, মহিউদ্দিন মুুক্তার, জয়নাল আবেদীন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত