বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
নোয়াখালীতে অবৈধ পলিথিন কারখানায় র‍্যাব-১১ এর মোবাইল কোর্ট, ৫০ হাজার টাকা জরিমানা। নরসিংদী থেকে পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তার বদলি, শাস্তির দাবি স্থানীয়দের ভালুকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক অসহায় পরিবারের উপর অতর্কিত হামলা রূপগঞ্জে ব্যবসায়ী মামুন হত্যা মামলার পলাতক আসামি রাসেল ফকির গ্রেফতার। পুলিশের অভিযানে শার্শায় সাজাপ্রাপ্ত দুই আসামী আটক শার্শায় আওয়ামী লীগের ১১ নেতাকর্মীর আদালতে আত্মসমর্পণ যশোর জেনারেল হাসপাতালে ভুয়া ডাক্তার আটক সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর সভাপতি জি.এম. মঈন উদ্দিন হিরুকে সদস্য পদ থেকে খারিজ/বহিষ্কার শার্শায় ধর্ষণ করে পালিয়ে যাওয়া সিরাজ আটক সোলাইমান সরকারের সহধর্মিণী ও একরামুল ইসলাম রবি গুরুতর অসুস্থ, দেখতে গেলেন ইঞ্জিনিয়ার বকুল

দিঘলিয়ার গাজীরহাট ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ছিনতাই ও হত্যা চেষ্টা মামলা

দিঘলিয়ার গাজীরহাট ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ছিনতাই ও হত্যা চেষ্টা মামলা

 

দিঘলিয়া খুলনা  প্রতিনিধি।

দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের ডোমরা হাটে পান বিক্রি করে বাড়ি ফেরার পথে টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় গাজীরহাট ইউপি চেয়ারম্যান মোল­া মফিজুল ইসলাম ঠান্ডুকে আসামি করে মামলা হয়েছে। ভিকটিম বখতিয়ার শিকদার বাদী হয়ে দিঘলিয়া থানায় ঠান্ডুসহ ২৩ জনের নাম উল্লেখ  করে মামলাটি দায়ের করেছেন। পুলিশ পার্শ্ববর্তী কালিয়া উপজেলার হামিদপুর ইউপি সদস্যকে আটক করেছে।

এলাকাবাসী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর উপজেলার ডোমরা হাটের ইজারাদার আলমগীর আত্মগোপনে চলে যান। এরপর থেকে পার্শ্ববর্তী কালিয়া উপজেলার জাহাঙ্গীর মোল্লা   হাটের দখল নিয়ে ইজারার টাকা উত্তোলন ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল স্থানীয় প্রভাবশালীদের সহায়তায়। তার এহেন কর্মকান্ডে বাধা দিলে নির্যাতন, হামলা ও মামলাসহ বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শন করতে থাকে। গত ৩০ আগস্ট ডোমরা হাটে পান বিক্রি করে বাড়ি ফেরার সময় জুংগশিয়া  মোড়ে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা স্থানীয় প্রভাবশালী ঠান্ডু মোল্লা  ও হামিম মোল্লার  নেতৃত্বে অতর্কিতভাবে হামলা চালি কয়েকজনের নিকট থাকা পান বিক্রির ৬৫ হাজার ৮শ’ টাকা ও একটি মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নং খুলনা-হ-১১-২৭৪৯) ছিনিয়ে নিয়ে যায়। হামলায় মহিষদিয়া গ্রামের মহাসিন শিকদার, লিটন শিকদার, টুটুল শিকদার ও নাসির শিকদার রক্তাক্ত জখম হয়। তাদের আত্মচিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে এলে পিস্তল বের করে ফাঁকা ফায়ার করতে করতে আসামিরা পালিয়ে যায়। আহতদের মধ্যে মহাসিন শিকদারকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেলে রেফার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত