মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
নরসিংদীতে পুলিশের অভিযানে চাকুরীর নামে অর্থ আত্মসাৎকারী প্রতারক গ্রেফতার নোয়াখালীতে র‌্যাব-১১ অভিযানে ১১ বছর পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার নরসিংদীতে কাভার্ড ভ্যান চালক হত্যার প্রতিবাদে মানববন্ধন, পরিবারের নিরাপত্তার দাবি। জাহিদুল কবির ভূঁইয়া: নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের নেতৃত্বে এক উজ্জ্বল নাম। নরসিংদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মেশিন জব্দ দিনাজপুরে গঠনতন্ত্র ভঙ্গ করে প্রতিষ্ঠাতা সদস্যকে বহিষ্কার করার চেষ্টা নরসিংদী জেলা বিএনপির সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত খায়রুল কবির খোকন, ভাইরাল ছবিতে যুবদল-ছাত্রদলের উচ্ছ্বাস যশোর ঝিকরগাছায় শিক্ষকের মারধরে ছাত্রী হাসপাতালে, তদন্ত কমিটি গঠন শিবপুরে সুশিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে ১৩৫ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান। নরসিংদীতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকারের অভিযোগ, উত্তপ্ত জনতা, অতিরিক্ত পুলিশ মোতায়ন।

নিয়মিত অফিস করেন না শিবপুরের সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী তানজিনা!

নিয়মিত অফিস করেন না শিবপুরের সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী তানজিনা!

আর এ লায়ন সরকার

নরসিংদী শিবপুর উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী তানজিনা আক্তারের বিরুদ্ধে নিয়মিত অফিস না করার অভিযোগ করেছেন সেবাপ্রত্যাশীরা। তারা জানান, মাসের অধিকাংশ সময় অনুপস্থিত থাকেন তিনি। ফলে কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা।

রোববার (৩০ জুন) দুপুর ১টার দিকে শিবপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী তানজিনা আক্তারের অফিস কক্ষে গিয়ে তাকে পাওয়া যায়নি। এমনকি কক্ষটির আশপাশেও কোনো কর্মকর্তাকে দেখা যায়নি।

সেবা নিতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী বলেন, বিভিন্ন কাজ নিয়ে বারবার এই অফিসে আসতে হয় আমাদের। তানজিনা আক্তারের সঙ্গে আমাদের দেখা হয় না। টেলিফোন করলেও তিনি ঠিকমতো কল ধরেন না। অল্প কথায় মেজাজ হারান তিনি।

এ বিষয়ে অভিযুক্ত জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী তানজিনা আক্তারকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

নরসিংদী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রেজওয়ান হোসেন বলেন, ‌‘সহকারী প্রকৌশলী তানজিনা আক্তার নিয়মিত অফিস করেন না বলে আমি জানতে পেরেছি। এ বিষয়ে তাকে শোকজ করা হবে।’

তানজিনা আক্তার ছুটি নিয়েছেন কিনা জানতে চাইলে রেজওয়ান হোসেন বলেন, ‘উনি কোনো ছুটি নেননি। এসব বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি।’

শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. সজিব বলেন, ‘একজন সরকারি কর্মকর্তাকে প্রতিদিন অফিস করতে হবে। তিনি (তানজিনা আক্তার) অফিস করছেন না নিয়মিত বলে অভিযোগ উঠেছে, সেহেতু এ বিষয়ে খোঁজখবর নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত