শুক্রবার, ০২ মে ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
নরসিংদীতে লাইসেন্স ব্যবস্থা বন্ধ, ইজারার নামে টাকা তোলা: যানজট কমাতে নিয়ন্ত্রণ দরকার নরসিংদী রেল স্টেশনে হকার-দোকানদারদের কাছ থেকে প্রতিদিন চাঁদাবাজি, পুলিশ-স্টেশন মাস্টারের ভাগ, আতঙ্কে ভুক্তভোগীরা নিবন্ধিত দলের চেয়ে অনিবন্ধিত দলের নেতাদের দাপটে দিশেহারা সরকার। ঘোড়াশালে বিএনপি নেতা মহিউদ্দিনের নেতৃত্বে মহান মে দিবসের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ মে দিবসে বৃহস্পতিবার বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ বেনাপোল – যশোর সড়কের শতবর্ষী ঝুঁকিপূর্ণ গাছ কাটার নির্দেশ এভারকেয়ার হসপিটাল ঢাকা’র উদ্যোগে নরসিংদীর প্রাইম জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত হলো মেডিকেল ক্যাম্প। খুলনার দিঘলিয়া ৩নং ইউনিয়ন বিএনপি’র সম্মেলনে, উৎসবের আমেজ। রায়পুরা উপজেলার চানপুর ইউনিয়নের যুবদল নেতার নেতৃত্বে বিএনপি’ নেতার বাড়িতে হামলা।

বিরলে যুবতীকে জখম করে ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় বাঁদিকে হুমকির অভিযোগ

বিরলে যুবতীকে জখম করে ছিনতাইয়ের
ঘটনায় করা মামলায় বাঁদিকে হুমকির অভিযোগ
===================================
দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুর সদর উপজেলার পৌর-শহরের অন্ধ হাফেজ মোড় (বালুয়াডাঙ্গা) এলাকার সাইমন আক্তার নামে এক নারীকে জখম করে নগদ অর্থ ও স্বর্নালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় করা মামলা তুলে নিতে বাদীনীকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ছিনতাইকারীর আত্মীয় স্বজনরা এসব হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী সাইমুন আক্তার।

সাইমুন আক্তার দিনাজপুর সদরের বালুয়াডাঙ্গা অন্ধ হাফেজ মোড় এলাকার মোঃ বেলাল হোসেনের স্ত্রী ।

হুমকির বিষয়টি উল্লেখ করে বিরল থানায় লিখিত অভিযোগও দিয়েছেন তিনি। ভুক্তভোগী সাইমুন আক্তার আসামীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জোর দাবী জানান ।
গত ২৪জুন অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা বিরল থানার সাব ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ আতিকুর রহমান।
মামলাসুত্রে জানা যায় গত২৪মে রাত আনুমানিক সাড়ে সাতটার সময় খালার বাসায় দাওয়াত খেয়ে অটো যোগে বাড়ি ফেযার পথে দিনাজপুর বিরল উপজেলার ৩নং ধামইর ইউনিয়নের পিপল্যা গ্রামাস্থ ধুকুঝাড়ী বাজার হতে পূর্ব দিকে রেলঘুন্টি সংলগ্ন পাকা রাস্তায় তিনটি মোটর সাইকেল অটোরিকশার গতিরোধ করে অটো চালককে প্রান নাশের হুমকি দিয়ে তাড়িয়ে দিয়ে সাইমুন আক্তারের গলা ও কানে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ ১৫হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।এমন সময় শহরমুখী একটি মোটরসাইকেলে থাকা ২জন ব্যক্তি নেমে ছিনতাইকারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায় এবং স্থানীয় লোকজন তাদের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়।
এ ঘটনার পরপরেই সাইমুন আক্তার ঘটনার সাথে সম্পৃক্ত আসামীদের নাম উল্লেখ করে বিরল থানায় একটি মামলা দায়ের করেন।যাহার মামলা নাম্বার ০৬/১১৯ তারিখ ১২/০৬/২৪।
মামলার এজাহারে উল্লেখিত আসামীরা হলেন দিনাজপুর শহরের রামনগর এলাকার মোঃ ফরহাদ হোসেনের ছেলে মোঃ শাহরিয়ার ফরহাদ লিমন(৩০),শফিয়ার ফরহাদ লিখন(২৮),একই এলাকার মঞ্জুর রশিদের ছেলে মোঃ মেহেদী হাসান মিজু (২৬), মৃত ছুটুর ছেলে মোঃ লুৎফর কবির রনি(২৮)এবং মোঃবকুলের ছেলে মোঃ বিপ্লব(২৬) তারা প্রত্যেকেই রামনগর এলাকার বাসিন্দা ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আতিকুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন আসামীরা পলাতক রয়েছে এর পাশাপাশি হুমকির অভিযোগটিও তদন্ত করা হচ্ছে। আসামীদের খুব দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান।
এ ঘটনায় ভুক্তভোগী সাইমুন আক্তার বলেন ছিনতাইকারীদের আত্মীয় স্বজনেরা প্রভাবশালী হওয়ায় আমাকে মামলা তুলে নিতে বিভিন্ন ভয়ভীতি প্রদান করে আসছে।বর্তমানে আমি জীবনের নিরাপত্তা হীনতায় ভুগছি।ঘটনার বেশ কিছুদিন অতিবাহিত হলেও আসামীরা এখনও ধরা ছোঁয়ার বাইরে রয়েছে।তাই তিনি অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান । ।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত