বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন
শহীদ জুলাই দিবস উপলক্ষে শিবপুরে দেওয়ালচিত্র প্রতিযোগিতা, পরিদর্শনে ইউএনও-ওসি।
শিবপুর উপজেলা প্রতিনিধি।
নরসিংদীর শিবপুরে শহীদ জুলাই দিবস উপলক্ষে আজ (মঙ্গলবার) দেওয়ালচিত্র অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
দেওয়ালে চিত্রাঙ্কনের মাধ্যমে শিক্ষার্থীরা তুলে ধরেছে ১৯৭২ সালের জুলাই মাসে সংঘটিত গণআন্দোলনের শহীদদের বীরত্ব ও দেশের প্রতি তাদের আত্মত্যাগ। এ সময় স্কুলের দেয়ালজুড়ে ফুটে ওঠে ইতিহাস, দেশপ্রেম ও গণতন্ত্রের চেতনার রঙিন বহিঃপ্রকাশ।
প্রতিযোগিতা পরিদর্শন করেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিন, শিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ।
প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং শহীদ জুলাই দিবসের তাৎপর্য সম্পর্কে শিক্ষামূলক আলোচনা করেন।
এ আয়োজন নতুন প্রজন্মকে দেশের ইতিহাস জানাতে ও তাদের মধ্যে দেশপ্রেম জাগাতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।