রবিবার, ১৩ Jul ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন
মরহুম নূরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
খোকন বললেন: ৫ আগস্ট গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির আমৃত্যু সাধারণ সম্পাদক মরহুম নূরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বাদ মাগরিব নরসিংদী শহরের ব্রাহ্মন্দি মোড়ে এই আয়োজন করে জেলা বিএনপি।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মঞ্জুর এলাহী। আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ।
প্রধান অতিথির বক্তব্যে খোকন বলেন, “আগামী ৫ আগস্ট দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন সুযোগ সৃষ্টি হবে। এই ফ্যাসিস্ট সরকার বিদায় নিলে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, “বর্তমান সরকার নির্বাচনী নাটক করতে চাইছে। কিন্তু কোনো টালবাহানা জনগণ এবার মেনে নেবে না। ভোট চোরদের আর কোনো সুযোগ নেই। দেশের মানুষ এখন সঠিক নেতৃত্বের অপেক্ষায়।”
খোকন অভিযোগ করে বলেন, “যারা রাজনীতিতে এতিম, যারা জনগণের পাশে নেই, তারাই আজ কথিত পিআর পদ্ধতির নির্বাচন চায়। তাদের জামানত বাজেয়াপ্ত হবে বলেই এসব কৌশল নেওয়া হচ্ছে।”
অনুষ্ঠানে মরহুম নূরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। নেতাকর্মীরা তার রাজনৈতিক ও সামাজিক অবদান স্মরণ করে গভীর শ্রদ্ধা জানান।