শনিবার, ১০ মে ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন
শিবপুরে কু*খ্যাত ডা*কাত আতিক গ্রেফ*তার
শিবপুর (নরসিংদী):
শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের কুখ্যাত ডাকাত আতিক (৩৫) কে গ্রেফতার করেছে শিবপুর মডেল থানা পুলিশ। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এক বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আতিক দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতিসহ নানা অপরাধে জড়িত ছিল বলে জানা গেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
এ বিষয়ে শিবপুর মডেল থানার ওসি বলেন, “আতিক দীর্ঘদিন ধরেই পুলিশের নজরদারিতে ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
স্থানীয়দের মধ্যে আতিকের গ্রেফতারের খবরে স্বস্তি ফিরে এসেছে। তারা দাবি করেন, আতিকের সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকায় দীর্ঘদিন ধরে আতঙ্ক বিরাজ করছিল।