শনিবার, ০৩ মে ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন
গাইবান্ধার পলাশবাড়ীতে মসজিদের অর্থ তছরুপ: সেক্রেটারি নান্টু গ্রেফতার
গাইবান্ধার পলাশবাড়ী থানা কেন্দ্রীয় জামে মসজিদে অর্থ তছরুপ ও চেক জালিয়াতির অভিযোগে মসজিদের সেক্রেটারি নান্টুকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ অনুযায়ী, মসজিদের জমি অধিগ্রহণ বাবদ প্রাপ্ত অর্থসহ একাউন্টে গচ্ছিত ৮৭ লাখ ৩৫ হাজার ৬০০ টাকা তিনি আত্মসাৎ করেছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নান্টুর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ শোনা যাচ্ছিল, যা শেষ পর্যন্ত পুলিশের তদন্তে প্রমাণিত হয়। পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।
এ ঘটনায় নান্টুকে জিয়া পরিষদ থেকেও বহিষ্কার করা হয়েছে। স্থানীয় মুসল্লিদের মধ্যে এই ঘটনায় ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। অনেকে মসজিদের অর্থের স্বচ্ছ ও সঠিক ব্যবহারের দাবি জানিয়েছেন এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।