শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর বিরুদ্ধে স্বৈরাচারী আওয়ামী লীগ স্টাইলে ক্ষমতা কুক্ষিগত করে রাখার অভিযোগ। ঘোড়াঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের দাফন সম্পন্ন। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ,তবে ধর্মান্ধ নয় — ড.মঈন খান দিনাজপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা ==================================== যশোর সীমান্তে বিজিবির অভিযানে ২০ লাখ টাকার মাদকসহ আটক ১০ বিএনপির ভাইস চেয়ারম্যান হলেন যশোরের নার্গিস বেগম দোল পূর্ণিমায় শনিবার বেনাপোলে-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ঘোড়াঘাটে কীটনাশকের দোকানের দুর্ধর্ষ চুরি। নরসিংদীতে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি সুভা অনুষ্ঠিত দেশব্যাপী নারী নিপীড়নের ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বেনাপোলে মানববন্ধন

ঘোড়াঘাটে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন।

ঘোড়াঘাটে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন।

মােঃ জাহিদ হোসেন, দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল ও মানববন্ধন
করেছে।দেশের বিভিন্ন স্থানে নারী-শিশুসহ সবার ন্যায় বিচার ও ধর্ষণ বন্ধের দাবিতে শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করে।
রবিবার (৯ মার্চ) বিকেল ৪ টায় শিক্ষার্থীরা, ‘বোন তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘মা তোমার ভয় নাই, তোমার ছেলে মরে নাই’, ‘উকিল তুমি বলো কার, ধর্ষক না ধর্ষিতার’,’ ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই’,’তুমি কে আমি কে,আছিয়া,আছিয়া’, ‘ধর্ষকের ঠিকানা, এই বাংলায় হবে না’ ইত্যাদি প্ল্যাকার্ড,ফেস্টুন হাতে স্লোগান নিয়ে পৌরশহরের বাসস্ট্যান্ডে থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ শেষে আজাদমোড় কমলেশ চন্দ্র কুন্ডু মার্কেটের সামনে শেষ হয়।মিছিল শেষে সাধারণ শিক্ষার্থী ও সচেতন মহলের ব্যানারে মানব বন্ধন ও সমাবেশে অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থী ও সচেতন মহলের মধ্যে বক্তব্য রাখেন, মাহফুজ রহমান,বিপ্লব মন্ডল,আল- ইমরান, দিশান চৌধুরী, মেহেদী হাসান ইমু,সাকিব , রায়হান , তারেক রহমান, দিলরুবা আকতার, বিপাশা, আকাশ আহমেদসহ অনেকে।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা শুনছি। সেই বন্দোবস্তে নারীরা কোথায়, নারীর নিরাপত্তা কোথায়? একের পর এক এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। গত ১৫ বছর বিচারহীনতার সংস্কৃতি আমরা দেখেছি। কিন্তু গত ৫ আগস্টের পরও এই ঘটনাগুলো বারবার ঘটছে।
জুলাইয়ে নারীরা এসবের জন্য কি সামনের সারিতে থেকে আন্দোলন করেছিলেন?’ যে নারীরা অভ্যুত্থানের সময় সামনের সারিতে থেকে ভূমিকা রেখেছেন, অভ্যুত্থানের পর দেখা যাচ্ছে, তাঁরা ঘরে ও রাস্তায় নিরাপদ বোধ করছেন না।

রাষ্ট্র তাঁর নিরাপত্তা দিতে পারছে না। শহীদ মিনারে ফুল কুড়াতে গিয়ে একজন শিশুকে ধর্ষণের শিকার হতে হয়েছে। নারী তাঁর প্রতিবেশীর দ্বারা ধর্ষণের শিকার হন। বাসে ধর্ষিত হন। কোথাও নারীরা নিরাপদ নন।

নতুন বাংলাদেশে কেউ যেন আর ধর্ষণের শিকার না হন এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি স্বল্প সময়ের মধ্যে শেষ করার দাবি জানান তাঁরা।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত