মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন
হাসনাত আব্দুল্লাহর মানসিক চিকিৎসা প্রয়োজন: অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
নিজস্ব প্রতিবেদক।
জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)-র মুখপাত্র হাসনাত আব্দুল্লাহর সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুমিল্লা বিভাগ। সোমবার বিকেলে কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির বিভাগীয় নেতারা হাসনাতের বক্তব্যকে “শিশুসুলভ, দায়িত্বজ্ঞানহীন ও রাজনৈতিক অপরিপক্বতার নিদর্শন” বলে আখ্যা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। তিনি বলেন, “সম্প্রতি একটি অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহ দাবি করেছেন, ‘কুমিল্লার বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে।’ এটি চরম মিথ্যাচার ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্য। তার এ ধরনের মন্তব্য নেতাকর্মীদের ব্যথিত করেছে।”
তিনি আরও বলেন, “এই বক্তব্য একজন রাজনৈতিক মুখপাত্রের পক্ষ থেকে শুধু দায়িত্বজ্ঞানহীন নয়, বরং তার মানসিক ভারসাম্য নিয়েও প্রশ্ন তোলে। আমরা মনে করি, তার মানসিক চিকিৎসা প্রয়োজন।”
সেলিম ভূঁইয়া আরও দাবি করেন, “একটি অখ্যাত দল ‘কিংস পার্টি’ হিসেবে পরিচিত এনসিপির মুখপাত্র হয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন, তা রাজনৈতিক পরিবেশ বিনষ্ট করার অপচেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে এমন অপরিপক্ব রাজনীতিকদের রাজনীতি থেকে সরিয়ে সুষ্ঠু নির্বাচনের পথ সুগম করা।”
সংবাদ সম্মেলনে কুমিল্লার বিএনপির অবদান ও ঐতিহ্য তুলে ধরে সেলিম ভূঁইয়া বলেন, “কুমিল্লা জেলা বিএনপির একটি ঘাঁটি। এখানকার নেতারা যেমন ড. খন্দকার মোশাররফ হোসেন, এম. কে আনোয়ার, কর্নেল আকবর হোসেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।”
তিনি আরও বলেন, “২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক আন্দোলনে কুমিল্লা বিএনপি সাহসী ভূমিকা রাখে।