শনিবার, ১৭ মে ২০২৫, ১১:০৯ অপরাহ্ন
হাতিরদিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবলের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত
মনোহরদী সংবাদদাতা।
নরসিংদী জেলার মনোহরদী উপজেলার হাতিরদিয়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হলো আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। জমজমাট এই ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
খেলার শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন রুহুল কবির রিজভী। তিনি তাঁর বক্তব্যে বলেন, “খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখে। আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়ামোদী একজন মানুষ, যাঁর স্মরণে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়।”
স্থানীয় নেতাকর্মী, খেলোয়ার ও বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মৃতিকে ধরে রাখতে এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ ধরনের আয়োজন বলে জানান আয়োজকরা।