শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন
হাকিমপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২২৫০ পিস
বুপ্রেনরফাইন ইঞ্জেকশন ও ৫০ পিস ইয়াবাসহ মহিলা আটক
——————————————————————-+
মোছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের চলমান মাদকবিরোধী নিয়মিত অভিযানে ডিএমসি দিনাজপুর এর উপ-পরিদর্শক মোঃ হাসিবুল হাসান এর নেতৃত্বে এবং গোপন সংবাদের ভিত্তিতে ২৮ জুলাই ২০২৫ সোমবার দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ১ নং খট্টামাধবপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এলাকার মাধবপাড়া গ্রামের আশা মনি (২০) এর নিজ বাড়ি তল্লাশি করা হলে, তার বাসা থেকে ২২৫০ পিস বুপ্রেনরফাইন ইঞ্জেকশন ও ইয়াবা ৫০ পিস উদ্ধার করা হয়। অভিযানের খবর পেলে আসামী আশা মনির স্বামী মোঃ যুব রাজ (২৫) ঘটনা স্থল থেকে পূর্বেই পালিয়ে যায়।
উদ্ধারকৃত ২২৫০ পিস বুপ্রেনরফাইন ইঞ্জেকশন ও ইয়াবা ৫০ পিস এর আনুমানিক মূল্য দেখানো হয়েছে ৬ লক্ষ ৯০ হাজার টাকা। পরবর্তীতে ২০১৮ সালের ৩৬ (১) সরণির (গ) ১০ (ক) ও ৪১ ধারায় আসামী আশা মনি (২০)- কে গ্রেপ্তার এবং তার স্বামী মোঃ যুব রাজ (২৫)-কে পলাতক দেখিয়ে হাকিমপুর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।
এই অভিযানের বিষয় সম্পর্কে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ রাকিবুজ্জামান।