রবিবার, ২০ Jul ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
সামাজিক মাধ্যমে ‘বিক্রির কাগজ’ ছড়িয়ে অপপ্রচারের চেষ্টা—ভুয়া ও বানোয়াট বলে জানাল থার্মেক্স কর্তৃপক্ষ। এক শহীদ, এক বৃক্ষ” কর্মসূচি। নরসিংদীতে নিয়মিত ও বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার, ২ কেজি গাঁজাসহ আটক ১ শিবপুরে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত। সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচনে বাবু সভাপতি ও রাজ্জাক সম্পাদক নির্বাচিত বিরলে সড়ক দুর্ঘটনায় একজন আহত। গোপালগঞ্জে হামলা ও মিটফোর্ডে হত্যা পরিকল্পিত দমন-পীড়নের অংশ — খায়রুল কবির খোকন। দিনাজপুরে গণ মাধ্যমকর্মীদের সাথে ওয়ার্ল্ড ভিশনের চলমান কার্যক্রম নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত কথাসাহত্যিক তুলতুলের মুক্তিযোদ্ধা বাবা আর নেই। শাম্মী তুলতুল একজন লেখক ও কথাসাহিত্যিক। গোপালগঞ্জে এনপিপি নেতৃবৃন্দের ওপর হামলা দিনাজপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সামাজিক মাধ্যমে ‘বিক্রির কাগজ’ ছড়িয়ে অপপ্রচারের চেষ্টা—ভুয়া ও বানোয়াট বলে জানাল থার্মেক্স কর্তৃপক্ষ।

সামাজিক মাধ্যমে ‘বিক্রির কাগজ’ ছড়িয়ে অপপ্রচারের চেষ্টা—ভুয়া ও বানোয়াট বলে জানাল থার্মেক্স কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক।

‘থার্মেক্স গ্রুপ’ বিক্রি করে দেওয়ার ভুয়া তথ্য ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে—যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং বিভ্রান্তিকর বলে জানিয়েছে থার্মেক্স গ্রুপ কর্তৃপক্ষ। এ বিষয়ে প্রতিষ্ঠানটির সহকারী মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) এক বিবৃতিতে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো একটি তথাকথিত কাগজে দাবি করা হয়েছে যে, ‘মেসার্স রিদিশা কর্পোরেশন অ্যান্ড কনস্ট্রাকশন’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক জয়নাল আবেদিন শামীমকে থার্মেক্স গ্রুপের পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অথচ এ দাবি পুরোপুরি ভিত্তিহীন ও মিথ্যা।

থার্মেক্স কর্তৃপক্ষ জানায়, গত ২৫ মার্চ ২০২৫ তারিখে জয়নাল আবেদিন শামীম নিজেকে ‘রিদিশা কর্পোরেশন’-এর মালিক পরিচয় দিয়ে থার্মেক্স গ্রুপের সম্মানিত চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা সাহেবের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি থার্মেক্স গ্রুপের ১৭টি কারখানার মধ্যে একটি কারখানায় বিদেশি বিনিয়োগের প্রস্তাব দেন। তবে ওই আলোচনার পর আর কোনো অগ্রগতি হয়নি।

প্রতিষ্ঠানটির দাবি, একটি অসাধু গোষ্ঠী পরিকল্পিতভাবে ভুয়া কাগজ তৈরি করে থার্মেক্স গ্রুপ বিক্রি হয়ে গেছে—এই মর্মে অপপ্রচার চালাচ্ছে, যার মাধ্যমে গ্রুপটির সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।

থার্মেক্স কর্তৃপক্ষ এই গুজবের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে।

প্রতিবাদ ও সতর্কবার্তা:
“এই ধরনের ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক গুজবের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। থার্মেক্স গ্রুপের কোনো বিক্রয়, হস্তান্তর বা পরামর্শক নিয়োগের বিষয়টি ঘটেনি। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” – সহকারী মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ), থার্মেক্স গ্রুপ।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত