সোমবার, ১৯ মে ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন
সাভারে কিস্তির টাকা না দেওয়ায় ইজিবাইক চালককে শিকলে বেঁধে নির্যাতন।
নাজাত ডেক্স।
সাভারের হেমায়েতপুর-মধুরচর এলাকায় কিস্তির টাকা দিতে না পারায় এক ইজিবাইক চালককে শিকলে বেঁধে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। রবিবার সকালে এই ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী চালক আজিজুল ইসলাম (পিতা: দুলাল মিয়া, জামালপুর সদর) জানান, গত রমজানে স্থানীয় গ্যারেজ মালিক রফিকের কাছ থেকে একটি ইজিবাইক ভাড়ায় নিয়ে চালাতেন। কিন্তু ছিনতাইকারীরা বাইকটি চুরি করে। এরপর স্থানীয় সালিশে তাকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়, যার মধ্যে তিনি কিস্তিতে ২০ হাজার টাকা পরিশোধ করেন।
শনিবার মাথায় আঘাত পাওয়ায় তিনি কাজে যেতে না পারায় দৈনিক ৫০০ টাকার কিস্তি দিতে পারেননি। এ কারণে গ্যারেজ মালিক রফিক আজিজুলের বাসায় গিয়ে তাকে কোমরে শিকল পেঁচিয়ে চারটি তালা দিয়ে জানালার গ্রিলে বেঁধে রাখেন।
সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত কেউ তাকে সাহায্য করেননি। পরে স্থানীয় যুবকরা বিষয়টি জানতে পেরে তালা ভেঙে তাকে মুক্ত করেন।
অভিযুক্ত রফিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। সাভার থানার ওসি মোহাম্মদ জুয়েল মিয়াকেও একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
(তথ্যসূত্র: ফেসবুক)