সোমবার, ১৯ মে ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
সাভারে কিস্তির টাকা না দেওয়ায় ইজিবাইক চালককে শিকলে বেঁধে নির্যাতন যশোরের শার্শায় উপজেলায় প্রতিদিন ৬ কোটি টাকার আম বিক্রি হয় যে বাজারে মাধবদীর কুড়েরপাড়ে কনফিডেন্স মিলের কালো ধোঁয়ায় অতিষ্ঠ জনজীবন দেবিদ্বারে ভ্যানচালক শফিউল্লাহ হত্যাকাণ্ডের প্রধান আসামী গ্রেফতার। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার হাতে আহতদের অনুদানের চেক, ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা তুলতুল পেলেন সাউথ এশিয়া  গোল্ডেন সিনে স্টার এওয়ার্ড ২০২৫। ঘোড়াঘাটে ১৪ মামলার আসামী ডাকাত শাকিল গ্রেফতার। হাতিরদিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবলের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত নরসিংদী সদর বিএনপিকে সুসংগঠিত করতে মোহাম্মদ ইকবাল হোসেনকে জেলা কমিটিতে দেখার দাবি তৃণমূলের। শার্শায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে আহত ৫

সাভারে কিস্তির টাকা না দেওয়ায় ইজিবাইক চালককে শিকলে বেঁধে নির্যাতন

সাভারে কিস্তির টাকা না দেওয়ায় ইজিবাইক চালককে শিকলে বেঁধে নির্যাতন।

নাজাত ডেক্স।

সাভারের হেমায়েতপুর-মধুরচর এলাকায় কিস্তির টাকা দিতে না পারায় এক ইজিবাইক চালককে শিকলে বেঁধে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। রবিবার সকালে এই ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী চালক আজিজুল ইসলাম (পিতা: দুলাল মিয়া, জামালপুর সদর) জানান, গত রমজানে স্থানীয় গ্যারেজ মালিক রফিকের কাছ থেকে একটি ইজিবাইক ভাড়ায় নিয়ে চালাতেন। কিন্তু ছিনতাইকারীরা বাইকটি চুরি করে। এরপর স্থানীয় সালিশে তাকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়, যার মধ্যে তিনি কিস্তিতে ২০ হাজার টাকা পরিশোধ করেন।

শনিবার মাথায় আঘাত পাওয়ায় তিনি কাজে যেতে না পারায় দৈনিক ৫০০ টাকার কিস্তি দিতে পারেননি। এ কারণে গ্যারেজ মালিক রফিক আজিজুলের বাসায় গিয়ে তাকে কোমরে শিকল পেঁচিয়ে চারটি তালা দিয়ে জানালার গ্রিলে বেঁধে রাখেন।

সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত কেউ তাকে সাহায্য করেননি। পরে স্থানীয় যুবকরা বিষয়টি জানতে পেরে তালা ভেঙে তাকে মুক্ত করেন।

অভিযুক্ত রফিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। সাভার থানার ওসি মোহাম্মদ জুয়েল মিয়াকেও একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

(তথ্যসূত্র: ফেসবুক)

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত