রবিবার, ০৪ মে ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন
শিবপুরে সুশিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে ১৩৫ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান।
শিবপুর প্রতিনিধি।
নরসিংদীর শিবপুরে সুশিক্ষা ফাউন্ডেশনের আয়োজনে ১৩৫ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি, সনদপত্র ও ক্রেস্ট প্রদান করে বিশেষভাবে সম্মাননা জানানো হয়েছে। শনিবার, ৩ মে ২০২৫ সকালে কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা। অনুষ্ঠানের উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার রাশিদুল কবির ভূইয়া স্বপন। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী প্রেসিডেন্সি কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মো. মোয়াজ্জেম হোসেন।
সবিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীরসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে অধ্যবসায় ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন এবং সুশিক্ষা ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানান।
অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ, সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। আয়োজনটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।