বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন
শিবপুরে সংঘবদ্ধ হামলা ও লুটপাট: স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ ৫.২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি, চাঁদা দাবির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক | নরসিংদী
নরসিংদীর শিবপুর উপজেলার হিজুলিয়া গ্রামে একটি অসহায় পরিবারের বসতঘরে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারটি অভিযোগ করেছে, হামলাকারীরা শুধু ঘরবাড়ি তছনছ করেই থামেনি, বরং স্বর্ণালঙ্কার, নগদ টাকা লুট করে ৫ লাখ টাকা চাঁদাও দাবি করেছে।
ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, কেরামত আলীর ছেলে আব্দুল বাতেন, দেওয়ান আলীর ছেলে আব্দুল মোতলীব মিয়া, আসাদ মিয়ার ছেলে এনামুল, ফালাইন্নার ছেলে ফারুক, মো. নাজমুল মিয়া ও রাকিব মিলে তাদের বাড়িতে এ হামলা চালায়। অভিযুক্তরা আলমারি ভেঙে ১ ভরি ওজনের একটি স্বর্ণ চেইন (মূল্য আনুমানিক ১,৫০,০০০ টাকা) ও কানে থাকা ৮ আনার একটি স্বর্ণ রিং (মূল্য ৭৫,০০০ টাকা) ছিনিয়ে নেয়। এছাড়া নগদ ১,৮০,০০০ টাকা লুট, রান্নাঘরে ভাঙচুর এবং প্রায় ২০,০০০ টাকার মালামাল নষ্ট করার অভিযোগ রয়েছে।
হামলা, লুটপাট ও ভাঙচুর মিলিয়ে ক্ষতির পরিমাণ দাঁড়ায় আনুমানিক ৫ লাখ ২৫ হাজার টাকা। পরিবারটি জানায়, এ ঘটনার পেছনে পূর্বের একটি মামলা (শিবপুর থানায় দায়েরকৃত মামলা নম্বর ৮০৮/২০২৫, তারিখ: ১৯ জুলাই ২০২৫) মূল কারণ। পূর্বের মামলার প্রতিশোধ নিতে অভিযুক্তরা পরিকল্পিতভাবে এ হামলা চালায় বলে দাবি করা হয়েছে আদালতে দায়েরকৃত নতুন মামলায়।
পরিবারটি শিবপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এবং আদালতের শরণাপন্ন হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনে জানান, অভিযুক্তরা মামলা চলাকালীন সময়েও তাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। ফলে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে এবং বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে।
👉 এলাকাবাসীর দাবি, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাহস না পায়।