মঙ্গলবার, ১৫ Jul ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন
শিবপুরে প্রয়াত যুবদল নেতা নূর-ই আলম মোল্লার ৩য় মৃত্যুবার্ষিকী পালিত।
নাজাত ডেস্ক রিপোর্ট
নরসিংদী জেলার শিবপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে শ্রদ্ধা, স্মরণ ও দোয়া মাহফিলের মাধ্যমে পালিত হয়েছে প্রয়াত যুবদল নেতা নূর-ই আলম মোল্লার ৩য় মৃত্যুবার্ষিকী। সোমবার (১৪ জুলাই) বিকেলে শিবপুর কলেজগেট শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা যুবদলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নূর-ই আলম মোল্লা শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস, সরকারি শহীদ আসাদ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা যুবদলের আমৃত্যু আহ্বায়ক ছিলেন। তার স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, স্মৃতিচারণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—
নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার,
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী,
শিবপুর উপজেলা বিএনপির সভাপতি ও মাছিমপুর ইউপি চেয়ারম্যান আবুল হারিস রিকাবদার,
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদার,
জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন হোসাইন বিদ্যুৎ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব