শিবপুরে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত।
শিবপুর উপজেলা প্রতিনিধি
নরসিংদীর শিবপুর উপজেলার মানিকদীতে যুব সমাজের উদ্যোগে আয়োজিত নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) রাতে মানিকদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়, যা স্থানীয় এলাকাবাসীর জন্য ছিল এক উৎসবমুখর সন্ধ্যা।
ফাইনালে মুখোমুখি হয় মানিকদী নবজাগরণ বনাম মানিকদী ফ্রেন্ডস ফুটবল একাদশ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় মানিকদী নবজাগরণ বিজয়ী হয় এবং শিরোপা ঘরে তোলে। খেলা দেখতে ভিড় করেন শত শত দর্শক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু। খেলার উদ্বোধন করেন শিবপুর উপজেলা বিএনপির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মোঃ শরীফ হোসেন সরকার।
জয়নগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ শফিউল আজম শামীম এর সভাপতিত্বে আয়োজিত খেলায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন সমাজসেবক ও দানবীর সামসুল আলম ভূইয়া বকুল।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্রীড়াপ্রেমী দর্শকবৃন্দ।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এই আয়োজনে যুব সমাজের উৎসাহ, ক্রীড়ামোদ এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন হয়েছে।