শিবপুরে কুখ্যাত ডাকাত আমিন সরকার গ্রেপ্তার
শিবপুর প্রতিনিধি।
শিবপুরে ডাকাতি ও অস্ত্রসহ মোট ১৭টি মামলার আসামি কুখ্যাত ডাকাত আমিন সরকার ওরফে আমিন ডাকাত (২৮) ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রবিবার (১৩ জুলাই) বিকেল ৩টার দিকে শিবপুর মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে আমিন সরকারকে গ্রেফতার করে। সে নরসিংদীর শিবপুর থানার গোবিন্দ গ্রামের মেজবাহউদ্দিন মেসো ডাকাতের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারের সময় আমিনের সঙ্গে থাকা অপর ব্যক্তি মঞ্জু (৩৪), পিতা মেনু মিয়া, সাং- করাইকান্দি, থানা- নান্দাইল, জেলা- ময়মনসিংহ—তাকেও সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে বিরাজনগর এলাকায় সংঘটিত ডাকাতি মামলার তদন্ত চলছে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা পলাতকদের খুঁজে বের করতে তৎপর রয়েছি এবং অপরাধ দমনে আইনগত পদক্ষেপ অব্যাহত থাকবে।”