মঙ্গলবার, ১৫ Jul ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
বিরল উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতিসহ শীর্ষ নেতারা জেলহাজতে। শিবপুরে প্রয়াত যুবদল নেতা নূর-ই আলম মোল্লার ৩য় মৃত্যুবার্ষিকী পালিত। দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’, ‘স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার’, ‘ তারুণ্যের অহংকার তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র মেনে নেবে না নরসিংদী জেলা ছাত্রদল নরসিংদী জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। নওগাঁয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল: স্লোগানে মুখরিত শহর, সোহাগ হত্যার বিচার দাবি। দিনাজপুরে তিন মোড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযানে। শিবপুরে ছাত্রনেতা নূর ই আলম মোল্লার মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করলেন আকরামুল হাসান মিন্টু কুমিল্লায় রোটারী ক্লাব অবকুমিল্লা ভিক্টোরিয়ার ১৫ তম অভিষেক বিরলে ১৯৮ বোতল ফেয়ারডিল’সহ দুই মাদক কারবারী গ্রেফতার মোঃ জাহিদ হোসেন দিনাজপুর

শিবপুরে ইজারার চাঁদার জন্য মাইকিং, দোকানদারদের মধ্যে ক্ষোভ।

শিবপুরে ইজারার চাঁদার জন্য মাইকিং, দোকানদারদের মধ্যে ক্ষোভ।

শিবপুর উপজেলা সংবাদদাতা।

শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাব বাজারে ইজারার চাঁদা আদায়ের জন্য মাইকিং করা হয়েছে। আজ মঙ্গলবার (২০ মে) সকাল ১০টায় বাজার এলাকায় মাইকিংয়ের ঘটনাটি ঘটে, যা নিয়ে বাজারের দোকানদারদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

স্থানীয় দোকানদার ও এলাকাবাসীর অভিযোগ, বিএনপি নেতা ও কামরাব বাজার কমিটির সভাপতি জজ মিয়া বাজারের ইজারা নেয়ার পর পূর্বের তুলনায় কয়েকগুণ বেশি হারে অস্থায়ী দোকানদারদের কাছ থেকে খাজনা আদায় করছেন। কেউ কম দিতে চাইলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে। এছাড়া, স্থায়ী দোকানদারদের কাছ থেকেও নিয়মিত চাঁদার জন্য চাপ দেওয়া হচ্ছে, যদিও তারা আগে কখনও ইজারার নামে কোনো টাকা দেননি। বরাবরই তারা শুধু বাজার পাহারার জন্য চাঁদা দিয়ে আসছিলেন।

বাজার কমিটির পক্ষ থেকে মাইকিংয়ে জানানো হয়, আগামীকাল বুধবার (২১ মে) কামরাব বাজারের সব দোকানদারের কাছ থেকে চলতি বছরের ইজারার টাকা সংগ্রহ করা হবে। সবাইকে টাকা প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থায়ী দোকানদার আসাদ মিয়া জানান, “আমি ৫ বছর ধরে এখানে ব্যবসা করছি। এর আগে কখনও ইজারার নামে টাকা দিতে হয়নি। শুধু পাহারার জন্য চাঁদা দিতাম। এবারই প্রথম এমন ঘোষণা শুনলাম।”

এ বিষয়ে জানতে চাইলে বাজার কমিটির সভাপতি জজ মিয়া বলেন, “আমি নিয়মমাফিক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে বাজারের ইজারা নিয়েছি। আজকের মাইকিং কেবল অস্থায়ী দোকানদারদের জন্য করা হয়েছে, স্থায়ী দোকানদারদের জন্য নয়। যারা বলছে তাদের বক্তব্য সঠিক নয়।”

এ বিষয়ে শিবপুর উপজেলা সমাজসেবা অফিসার ও জয়নগর ইউনিয়নের প্রশাসক কে এম রায়হানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে মোবাইল ফোনে পাওয়া যায়নি। মেসেজ পাঠানো হলেও তিনি কোনো সাড়া দেননি।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত