র্যাব-১১-এর অভিযানে নরসিংদীর রায়পুরায় চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার।
আর এ লায়ন সরকার, নরসিংদী।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১-এর একটি বিশেষ অভিযানে নরসিংদী জেলার রায়পুরা থানার খাকচর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে একাধিক হত্যা মামলার পলাতক আসামি ফারুক (৩৫)-কে।
গ্রেফতারকৃত ফারুক, পিতা মনসুর আলী, রায়পুরা থানার একটি চাঞ্চল্যকর হত্যা মামলার মূল আসামি ছিলেন। অভিযানে তার অবস্থান নিশ্চিত করে র্যাব সদস্যরা তাকে আটক করেন।
র্যাব জানিয়েছে, ফারুক দীর্ঘদিন ধরেই আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে পালিয়ে ছিলেন। তাকে আটকের মাধ্যমে মামলার তদন্তে অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে।