রূপগঞ্জে ব্যবসায়ী মামুন হত্যা: প্রধান আসামি জাহিদুল ইসলাম বাবু গ্রেফতার।
নাজাত ২৪ রিপোর্ট
রূপগঞ্জে ব্যবসায়ী মামুন ভূঁইয়া হত্যা মামলার প্রধান আসামি জাহিদুল ইসলাম বাবু (২৮)-কে শরীয়তপুর থেকে গ্রেফতার করেছে র্যাব-১১।
গত ১০ জুন রূপগঞ্জের মাঝিপাড়া এলাকায় মামুনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পরপরই মামুনের ভাই বাদল ভূঁইয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০ জুলাই গভীর রাতে শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর এলাকায় অভিযান চালিয়ে বাবুকে আটক করা হয়। পরবর্তীতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।