রূপগঞ্জে ব্যবসায়ী মামুন হত্যা মামলার পলাতক আসামি রাসেল ফকির গ্রেফতার।
নারায়ণগঞ্জ প্রতিনিধি।
রূপগঞ্জের আলোচিত ব্যবসায়ী মামুন ভূঁইয়া হত্যা মামলার পলাতক আসামি রাসেল ফকির (২৫)-কে গ্রেফতার করেছে র্যাব-১১। সোমবার (৮ জুলাই) রাতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গত ১০ জুন ভুলতা ইউনিয়নে গুলিবর্ষণের ঘটনায় মামুন আহত হয়ে মারা যান। এ ঘটনায় রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
গ্রেফতারকৃত রাসেলকে আইনি প্রক্রিয়ায় থানায় হস্তান্তর করা হয়েছে।