রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসককে মারধরের চেষ্টা, অভিযুক্ত তাজু খানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক চাঞ্চল্যকর ও নিন্দনীয় ঘটনা ঘটেছে। আজ (শুক্রবার) সকাল ১০টার দিকে সিরাজ খান ডায়াগনস্টিক সেন্টারের মালিক তাজুল ইসলাম ওরফে তাজু খান ধারালো অস্ত্র হাতে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের গালিগালাজ করেন এবং উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জহির উদ্দিনের ওপর হামলার চেষ্টা চালান।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, তাজু খান হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করে চিকিৎসকদের উদ্দেশ্যে অশ্রাব্য ভাষায় চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এক পর্যায়ে তিনি হাতে থাকা ধারালো অস্ত্র নিয়ে চিকিৎসক জহির উদ্দিনের দিকে তেড়ে যান। তবে সহকর্মীদের তাৎক্ষণিক হস্তক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
স্থানীয় সূত্র ও স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাজু খান সরকারি চিকিৎসকদের হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং দালালচক্রের মাধ্যমে রোগীদের জোরপূর্বক তার ব্যক্তিগত ডায়াগনস্টিক সেন্টারে পাঠানোর জন্য চাপ সৃষ্টি করে আসছেন। এর ফলে অনেক চিকিৎসক আতঙ্কে বদলি নিয়ে অন্যত্র চলে গেছেন।
একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন,
“এখানে চিকিৎসা নয়, প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে কাজ করতে হয়। প্রশাসন যদি এখনই ব্যবস্থা না নেয়, তাহলে এখানে কোনো চিকিৎসক থাকতে চাইবেন না।”
ভুক্তভোগীরা জানান, তাজু খান সরকারি হাসপাতালে আসা রোগীদের নিজের ক্লিনিকে নিয়ে যেতে দালাল নিয়োগ দিয়েছেন। রোগীদের ভয়ভীতি দেখিয়ে অথবা ভুল তথ্য দিয়ে নিজের ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়, এবং সেখানে মোটা অংকের টাকা আদায় করা হয়। কেউ তার ক্লিনিকে না গেলে, ক্ষিপ্ত হয়ে তিনি নানাভাবে হুমকি দেন।
তাজু খানের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ ছিল, তবে রাজনৈতিক প্রভাবের কারণে প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের।
এই ঘটনার পর চিকিৎসক সমাজ, হাসপাতাল কর্মচারী ও এলাকাবাসী একত্রিত হয়ে তাজু খানের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা আরও বলেন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হলে চিকিৎসা সেবা ধ্বংসের মুখে পড়বে।
অবিলম্বে তাজু খানের ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ও তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।