শুক্রবার, ০২ মে ২০২৫, ০৮:০০ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
নরসিংদীতে লাইসেন্স ব্যবস্থা বন্ধ, ইজারার নামে টাকা তোলা: যানজট কমাতে নিয়ন্ত্রণ দরকার নরসিংদী রেল স্টেশনে হকার-দোকানদারদের কাছ থেকে প্রতিদিন চাঁদাবাজি, পুলিশ-স্টেশন মাস্টারের ভাগ, আতঙ্কে ভুক্তভোগীরা নিবন্ধিত দলের চেয়ে অনিবন্ধিত দলের নেতাদের দাপটে দিশেহারা সরকার। ঘোড়াশালে বিএনপি নেতা মহিউদ্দিনের নেতৃত্বে মহান মে দিবসের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ মে দিবসে বৃহস্পতিবার বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ বেনাপোল – যশোর সড়কের শতবর্ষী ঝুঁকিপূর্ণ গাছ কাটার নির্দেশ এভারকেয়ার হসপিটাল ঢাকা’র উদ্যোগে নরসিংদীর প্রাইম জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত হলো মেডিকেল ক্যাম্প। খুলনার দিঘলিয়া ৩নং ইউনিয়ন বিএনপি’র সম্মেলনে, উৎসবের আমেজ। রায়পুরা উপজেলার চানপুর ইউনিয়নের যুবদল নেতার নেতৃত্বে বিএনপি’ নেতার বাড়িতে হামলা।

রায়পুরায় সড়কের পরিবেশ দূষণ থেকে বাঁচতে মানববন্ধন আগুন

রায়পুরায় সড়কের পরিবেশ দূষণ থেকে বাঁচতে মানববন্ধন আগুন

নরসিংদীর রায়পুরায় পরিবেশ দূষণ, জনদুর্ভোগ, স্বাস্থ্যঝুঁকি, বালু ব্যবসায় ব্যবহৃত অবৈধ যানবাহন থেকে পরিত্রাণ ও রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে মানববন্ধন করেছে এলাকার কয়েক শত মানুষ।

শনিবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার পৌর শহরের পিটিআই সড়কে আলোকিত সমাজ-এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন আরমান শরিফ, মেজবাহ উদ্দিন বশির, সাহেদ আলমসহ কয়েকজন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালুবাহী ট্রাক (ট্রাক্টর) চলার কারণে এই সড়কে ধুলাবালি সৃষ্টি হচ্ছে। এর ফলে আশপাশের মানুষ স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। উপজেলা সদরের সঙ্গে চরাঞ্চলের ছয় ইউনিয়নবাসীর যোগাযোগের প্রধান মাধ্যম রায়পুরা-পান্তশালা সড়ক। ট্রাক দিয়ে বালু আনা নেয়া করায় সড়কের বিভিন্ন অংশে ভাঙন সৃষ্টি হয়েছে। রায়পুরা-পান্থশালা রাস্তাটির আশপাশে রয়েছে প্রাথমিক ট্রেনিং সেন্টার (পিটিআই), সাবরেজিস্ট্রার অফিস, রায়পুরা থানা, নরসিংদী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, হাফিজিয়া মাদ্রাসা, একাধিক ইউনিয়ন ভূমি অফিসসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা।

বক্তারা আরও বলেন, আগামী ১০ এপ্রিলের মধ্যে সড়কটির সংস্কারকাজ শুরু না হলে সড়কে যান চলাচল স্থায়ীভাবে বন্ধ করার আল্টিমেটাম দেন। এছাড়াও মানববন্ধন শেষ হওয়ার পর থেকে এই সড়কে যেন কোনো বালুবাহী যানবাহন চলাচল না করে সেজন্য প্রশাসনের কাছে তারা জোর দাবি জানান।

মানববন্ধন শেষে মিছিল নিয়ে রায়পুরা থানা প্রাঙ্গণে এলে রায়পুরা থানার ওসি বিক্ষুব্ধ জনতার সামনেই রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ।

ওসি জানান, উপজেলা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। শিগগিরই সড়কের সংস্কারকাজ শুরু হবে। আজকের পর এই রোডে কোনো বালুবাহী ট্রাক চলাচল করলে থানায় নিয়ে আসা হবে।

এদিক গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো এক খুদে বার্তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, অবৈধ ট্রাক্টর চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। রাস্তায় ইছারমাথায় চললেই সিজ করে ডাম্পিংয়ে দেবে পুলিশ। রাস্তা সংস্কারের বিষয়ে ঈদের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। জনদুর্ভোগ লাঘবে জনগণের পাশে থাকবে উপজেলা প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত