সোমবার, ১৪ Jul ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন
রায়পুরায় মেঘনা নদীর ভাঙন থেকে গৌরীপুর গ্রাম রক্ষায় মানববন্ধন
হাসান সরকার,রায়পুরা নরসিংদী।
নরসিংদীর রায়পুরা উপজেলার গৌরীপুর গ্রামকে মেঘনা নদীর ভয়াবহ ভাঙন থেকে রক্ষায় অবৈধ ড্রেজার ও বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
রবিবার (১৩ জুলাই) দুপুরে গৌরীপুর বাজার সংলগ্ন প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করে। তারা প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কিছু প্রভাবশালী ব্যক্তি প্রশাসনের নাকের ডগায় মেঘনা নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছে। এতে নদীর গতিপথ পরিবর্তিত হয়ে গৌরীপুর গ্রাম হুমকির মুখে পড়েছে। ইতোমধ্যে অনেক কৃষিজমি ও ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
তারা বলেন, এখনই ব্যবস্থা না নিলে পুরো গ্রাম মেঘনার ভাঙনে বিলীন হয়ে যাবে। তাই দ্রুত অবৈধ ড্রেজার অপসারণ এবং বালু উত্তোলন বন্ধের দাবি জানান বক্তারা।
এ সময় প্রশাসনের হস্তক্ষেপ ও স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণেরও দাবি জানানো হয়।