রবিবার, ১৩ Jul ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন
রায়পুরায় দুই পক্ষের সং,ঘর্ষে আ,হত ফারুকের মৃত্যু
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধিঃ
নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনিধি স্টেশন এলাকায় শনিবার বিকেলে দুই পক্ষের মা,রামা,রির ঘটনায় গুরু,তর আ,হত ফারুক মিয়া (৪৫) আজ সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মৃ,ত্যুবরণ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পুরনো বিরোধকে কেন্দ্র করে শনিবার বিকেলে শ্রীনিধি স্টেশন এলাকায় দুই পক্ষের মধ্যে তীব্র মা,রামা,রি হয়। এ সময় প্রতিপক্ষের কা,মরা,ঘাতে গুরুতর আহত হন ফারুক। আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তবে পাঁচদিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরবর্তী সহিংসতা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।