বুধবার, ০৯ Jul ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
পুলিশের অভিযানে শার্শায় সাজাপ্রাপ্ত দুই আসামী আটক শার্শায় আওয়ামী লীগের ১১ নেতাকর্মীর আদালতে আত্মসমর্পণ যশোর জেনারেল হাসপাতালে ভুয়া ডাক্তার আটক সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর সভাপতি জি.এম. মঈন উদ্দিন হিরুকে সদস্য পদ থেকে খারিজ/বহিষ্কার শার্শায় ধর্ষণ করে পালিয়ে যাওয়া সিরাজ আটক সোলাইমান সরকারের সহধর্মিণী ও একরামুল ইসলাম রবি গুরুতর অসুস্থ, দেখতে গেলেন ইঞ্জিনিয়ার বকুল নরসিংদীতে বিএনপির দুই নেতা শৃঙ্খলা ভঙ্গের কারণে বহিষ্কার, দলীয় ভাবমূর্তি ফিরিয়ে আনার উদ্যোগ নরসিংদীর আলোকবাল ইউনিয়নের বিএনপি নেতা কাইয়ুম বহিষ্কৃত, ঘিরে চাঞ্চল্য চাঁদাবাজির মামলায় গ্রেফতার, অতিরিক্ত দুই মামলার ওয়ারেন্ট: ডাংগা ইউনিয়ন যুবদল সভাপতির বহিষ্কার শার্শায় আওয়ামী লীগের ১১ নেতাকর্মীর আদালতে আত্মসমর্পণ

যশোর জেনারেল হাসপাতালে ভুয়া ডাক্তার আটক

যশোর জেনারেল হাসপাতালে ভুয়া ডাক্তার আটক

মনির হোসেন, বেনাপোল।

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে এক ভুয়া ইন্টার্ন চিকিৎসককে আটক করেছে কর্তব্যরত পুলিশ সদস্য।

সোমবার (৭ জুলাই) আনুমানিক দুপুর ১২টা ৩০ মিনিটে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম আব্দুর রহমান জাকির (২৭)। তিনি যশোর সদর উপজেলার শংকরপুর ইসহাক সড়কের বাসিন্দা মজিবুর রহমানের ছেলে। জানা গেছে, জাকির বরিশাল ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি’র ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পরিচয়পত্র বহন করছিলেন। তবে হাসপাতালের চিকিৎসকদের মতো সাদা এপ্রোন পরে নিজেকে ইন্টার্ন চিকিৎসক হিসেবে পরিচয় দিচ্ছিলেন।

অভিযোগ রয়েছে, পরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে পুরাতন কসবা কাঠালতলা এলাকার বাসিন্দা সানজিদা খাতুনের কাছ থেকে পরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে ৫০০ টাকা হাতিয়ে নেন। বিষয়টি হাসপাতালের দায়িত্বে থাকা পুলিশ সদস্য সোহেল রানার দৃষ্টিগোচর হলে তিনি জাকিরকে জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদেই জাকিরের ভুয়া পরিচয়ের বিষয়টি স্পষ্ট হয়।

পরবর্তীতে পুলিশ সদস্য সোহেল রানা তাকে আটক করে হাসপাতাল সুপারের কাছে সোপর্দ করেন। হাসপাতাল সুপার ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে নিয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আটক আব্দুর রহমান জাকিরকে আইনানুগ প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত