রবিবার, ০৬ Jul ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন
যশোরে বিজিবির অভিযানে সাড়ে ৩ কেজি স্বর্ণসহ দুই চোরাকারবারি আটক।
যশোর প্রতিনিধি।
যশোরে বড় ধরনের চোরাচালানবিরোধী অভিযানে সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৬ জুলাই) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি টহলদল সদর উপজেলার চুরামনকাটি ইউনিয়নের মুরাদগড় বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩.০৯৫ কেজি ওজনের ২৩টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর থেকে বিশেষ টহলদল গঠন করে মুরাদগড় বাজার এলাকায় অবস্থান নেওয়া হয়। সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটকের পর তাদের দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।
আটককৃতদের নাম-পরিচয় নিশ্চিত করা হয়নি। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ২ কোটি ২৫ লাখ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের ও স্বর্ণের বারগুলো যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান চলমান থাকবে।