বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৫:০২ অপরাহ্ন
মাধবদীতে শ্রমিকদল নেতা শহীদ জাহাঙ্গীরের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত।
নরসিংদী প্রতিনিধি।
নরসিংদীর মাধবদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের নেতা শহীদ জাহাঙ্গীর আলমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৪ আগস্ট (সোমবার) আটপাইকা বাজার সংলগ্ন শহীদ জাহাঙ্গীর চত্বরে মাধবদী থানা শ্রমিকদলের উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয়।
প্রসঙ্গত, গত বছরের জুলাই-আগস্টে অনুষ্ঠিত ছাত্র-শ্রমিক-জনতার আন্দোলনে শহীদ হন মেধাবী শ্রমিকদল নেতা জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবদী থানা শ্রমিকদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আব্দুল লতিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও সদর-১ আসনের সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাধবদী থানা শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নাঈম মিয়া।