ভালুকায় যৌথবাহিনীর অভিযান: কৃষকদল নেতা হাফিজ উদ্দিন অস্ত্রসহ আটক
স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জীবনতলা গ্রামে যৌথবাহিনীর অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। অভিযানে ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ হাফিজ উদ্দিনকে আটক করেছে পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি নেতা রফিকের ছোট ভাই হাফিজ উদ্দিনের বাড়িতে রোববার গভীর রাতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। এসময় তার বাড়ির পাশের একটি নির্জন স্থান থেকে ৫ রাউন্ড গুলিসহ একটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। অভিযানের সময় হাফিজ উদ্দিনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
আটকের পর তাকে ভালুকা থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, হাফিজ উদ্দিন স্থানীয়ভাবে একজন সক্রিয় রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত এবং ইউনিয়ন পর্যায়ে বিএনপি-সহযোগী সংগঠন কৃষকদলের নেতৃত্বে রয়েছেন।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযান নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।