বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১১:৩০ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
গেস্ট ট্রেইনার পদে নিয়োগে অনিয়মের অভিযোগ পলাশে ব্র্যাক শাখা অফিসের শুভ উদ্বোধন অবৈধ থ্রি হুইলার চলাচল বন্ধের দাবিতে নরসিংদীতে বাস-ট্রাক চালকদের মানববন্ধন বেনাপোলে নুর মোহাম্মদের ফেনসিডিল মামলায় তিন বছরের কারাদণ্ড বেনাপোলে মধুমাস জ্যৈষ্ঠের শুরু র‌্যাব-১১-এর অভিযানে নরসিংদীর রায়পুরায় চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার। দিনাজপুর সরকারি কলেজ ক্যাম্পাসে দুই দিনব্যাপী বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী এবং খাদ্য উৎসবের বর্ণিল উদ্বোধন নরসিংদী সদর বিএনপিকে সুসংগঠিত করতে মোহাম্মদ ইকবাল হোসেনকে জেলা কমিটিতে দেখার দাবি তৃণমূলের। ভারতে ৩-৫ বছর কারাভোগের পর দেশে ফিরল বাংলাদেশি দুই নারী-পুরুষ বেনাপোল কাস্টমস হাউজে কলমবিরতি : আমদানি-রপ্তানি স্বাভাবিক

বেনাপোলে নুর মোহাম্মদের ফেনসিডিল মামলায় তিন বছরের কারাদণ্ড

বেনাপোলে নুর মোহাম্মদের ফেনসিডিল মামলায় তিন বছরের কারাদণ্ড

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি :- বেনাপোলের মাদককারবারি নুর মোহাম্মদকে ফেনসিডিল চোরাচালান মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ মে) অতিরিক্ত জেলা ও দায়রা জজ জুয়েল অধিকারী এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি মাহাবুবুর রহমান। নুর মোহাম্মদ যশোরের শার্শা উপজেলার ছোট আঁচড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। মামলার অপর আসামি একই গ্রামের বকুল হোসেনকে আদালত খালাস দিয়েছেন।

আদালত সূত্র জানায়, ২০০৮ সালের ১৯ অক্টোবর কোতোয়ালি থানা পুলিশের কাছে খবর আসে—বেনাপোল থেকে একটি বাসে করে চোরাকারবারিরা ফেনসিডিল নিয়ে যশোরের দিকে আসছে। সংবাদ পেয়ে বিকেল ৪টার পর যশোর সদর উপজেলার যশোর-বেনাপোল সড়কের তেঘরিয়া মোড়ে অবস্থান নেয় পুলিশ। পরে একটি বিআরটিসি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় নুর মোহাম্মদকে দেখে সন্দেহ হয় পুলিশের। তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার ব্যাগ থেকে ৩১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় বকুল হোসেন পালিয়ে যান।

এ ঘটনায় কোতোয়ালি থানার ইন্সপেক্টর হারেজ সিকদার বাদী হয়ে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে এসআই তাসলিমা অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন, যাতে নুর মোহাম্মদ ও বকুল হোসেনকে অভিযুক্ত করা হয়।

মঙ্গলবার রায় ঘোষণার দিন বিচারক নুর মোহাম্মদকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেন এবং বকুল হোসেনকে খালাস প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত