বাংলাদেশ তৃণমূল জনতা পার্টির উদ্যোগে মে দিবস পালিত।
হাসান সরকার বিশেষ প্রতিনিধি।
আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উপলক্ষে বাংলাদেশ তৃণমূল জনতা পার্টির উদ্যোগে রাজধানীতে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. নাজিমুদ্দিন আহমেদ, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বাংলাদেশ তৃণমূল জনতা পার্টি। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা রণজিৎ কুমার কর্মকার, প্রেসিডিয়াম সদস্য, এবং মোঃ নাদিম হোসেন খান, মহাসচিব, বাংলাদেশ তৃণমূল জনতা পার্টি। সভাপতিত্ব ও সঞ্চালনা করেন আবু সাকের মোঃ জাকারিয়া, চেয়ারম্যান, বাংলাদেশ তৃণমূল জনতা পার্টি। এছাড়াও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কমিটির সাধারণ সম্পাদক হোসেন মিয়া।
প্রধান বক্তা হিসেবে মে দিবসের দাবি-দাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন আর এ লায়ন সরকার, যিনি শ্রমজীবী মানুষের অধিকার ও ন্যায্য মজুরি নিশ্চিত করার ওপর জোর দেন।
বক্তারা বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি, তাই তাদের ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রধান অতিথি ডা. নাজিমুদ্দিন আহমেদ বলেন, “শ্রমিকদের অধিকার রক্ষায় বাংলাদেশ তৃণমূল জনতা পার্টি সবসময় সোচ্চার থাকবে।”
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এবং পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, কবিতা ও নৃত্য পরিবেশন করা হয়। নেতারা জানান, শ্রমিকদের দাবি আদায়ে ভবিষ্যতেও দল দৃঢ়ভাবে পাশে থাকবে।