মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৬:৪৭ পূর্বাহ্ন
পাঁচদোনা-ঘোড়াশাল রোডে ভাটপাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল ১ জনের, আহত।
নিজস্ব প্রতিবেদক, নরসিংদী
নরসিংদীর পাঁচদোনা-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের ভাটপাড়া এলাকায় বাস, হাইএস মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। আজ রবিবার (১৫ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা অভিমুখী একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা হাইএস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময়ে একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে এই সংঘর্ষের মধ্যে পড়ে। এতে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয় এবং ১০-১২ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালসহ আশেপাশের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ তদন্তে পুলিশ কাজ শুরু করেছে।