পলাশে ব্র্যাক শাখা অফিসের শুভ উদ্বোধন
মোঃবেলায়েত হোসেন, পলাশ নরসিংদী
নরসিংদীর পলাশ উপজেলার ওয়াপদা গেট সংলগ্ন জব্বার বিলার দ্বিতীয় তলায় ১৫মে বৃহস্পতিবার সকাল ১০ঃ০০ ঘটিকার সময় ব্র্যাক শাখা এর নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে অত্যন্ত হৃদ্যতা ও উৎসবমুখর পরিবেশে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আশরাফুর রহমান, এবং সঞ্চালনায় ছিলেন ব্র্যাক-এর সম্মানিত জেলা সমন্বয়ক মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মুস্তাক আহমেদ, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার, ঢাকা হেড অফিস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র রিজিওনাল ম্যানেজার এবং জনাব মানিক সূত্রধর, রিজিওনাল হিসাব ব্যবস্থাপক।
আরও উপস্থিত ছিলেন ব্র্যাক-এর এরিয়া অফিসার জাহিদুল ইসলাম, মোঃ আল আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় গণমাধ্যমকর্মীগণ, যাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও তাৎপর্যময়।
উদ্বোধনী মুহূর্তে প্রধান অতিথি ও সভাপতি কেক কেটে আনুষ্ঠানিকভাবে অফিসের দ্বার উন্মোচন করেন। এরপর বক্তব্য পর্বে সভাপতি বলেন,
“ব্র্যাক কেবল একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি আশার আলো। উন্নয়ন ও মানবসেবার প্রতীক হিসেবে ব্র্যাক যখন পলাশের মাটিতে যাত্রা শুরু করেছে, তখন এখানকার জনগণের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমি বিশ্বাস করি। আমি নিজেই ব্র্যাক-এর একজন সেবাগ্রহীতা। মাত্র তিনদিনে ঋণ পেয়ে আমি অভিভূত। এইরকম দ্রুত, সহজ এবং হয়রানিমুক্ত সেবা যেন প্রতিটি গ্রাহকের জন্য নিশ্চিত হয়—এটাই আমাদের প্রত্যাশা।”
প্রধান অতিথি তাঁর বক্তব্যে ব্র্যাক-এর গৌরবময় ইতিহাস তুলে ধরে বলেন,
“ব্র্যাক (BRAC) — বিশ্বের অন্যতম বৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা, যেটির সূচনা হয়েছিল ১৯৭২ সালে স্যার ফজলে হাসান আবেদ-এর হাত ধরে। যুদ্ধবিধ্বস্ত জাতির পাশে দাঁড়ানোই ছিল এর মূল লক্ষ্য। আজ তা বিস্তৃত হয়েছে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক উন্নয়ন, কৃষি, ক্ষুদ্রঋণ, নারী ক্ষমতায়নসহ জীবনের নানা ক্ষেত্রে। শুধু বাংলাদেশ নয়, আফ্রিকা ও এশিয়ার বহু দেশেও ব্র্যাকের কার্যক্রম ছড়িয়ে পড়েছে, যা সত্যিই আমাদের গর্বের বিষয়।”
অনুষ্ঠানের শেষপর্বে মুফতি আল আমিনের পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দেশ, জাতি এবং ব্র্যাক-এর অগ্রগতি কামনায় এই দোয়ার মাধ্যমে সম্পন্ন হয় এক হৃদয়ছোঁয়া আয়োজনের সফল পরিসমাপ্তি।