পলাশে ছাত্র হত্যা ও রাজনৈতিক সহিংসতার অভিযোগে কৃষকলীগ নেতার বিচার দাবি এলাকাবাসীর
পলাশ প্রতিনিধি
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার বালিয়া গ্রামের বাসিন্দা এবং উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আশীষ কুমার চন্দের বিরুদ্ধে ছাত্র হত্যা ও রাজনৈতিক সহিংসতার অভিযোগ এনেছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, আশীষ কুমার রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে বিরোধীদের দমন, ভয়ভীতি প্রদর্শন এবং শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে আসছেন।
এ বিষয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, আশীষ কুমার চন্দের বিরুদ্ধে একাধিক অনৈতিক ও সহিংস কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। কিন্তু রাজনৈতিক ছত্রছায়ায় তিনি এখনো ধরা ছোঁয়ার বাইরে রয়েছেন।
ঘোড়াশাল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আশীষ কুমার চন্দ, পিতা মৃত বিনয় কুমার চন্দ, দীর্ঘদিন ধরেই কৃষকলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তবে সম্প্রতি কয়েকটি ঘটনার প্রেক্ষিতে তার বিরুদ্ধে তীব্র জনঅসন্তোষ তৈরি হয়েছে।
একজন স্থানীয় অভিভাবক বলেন, “আমাদের সন্তানরা এখন নিরাপদে স্কুল-কলেজে যাতায়াত করতে পারে না। আশীষ কুমার চন্দ রাজনৈতিক ছত্রছায়া ব্যবহার করে এ ধরনের ঘটনা ঘটিয়ে বারবার পার পেয়ে যাচ্ছেন। আমরা তার কঠোর বিচার চাই।”
অবশ্য, প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সচেতন মহল ও স্থানীয়রা এ ঘটনায় প্রশাসনের নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
পলাশ উপজেলায় সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে স্থানীয় জনসাধারণ।