নোয়াখালীতে র্যাব-১১ অভিযানে ১১ বছর পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
সংবাদ বিস্তারিত:
নোয়াখালীর সোনাইমুড়ি থেকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ১১ বছর ধরে পলাতক আসামি মোঃ জুলফিকার (২৮) কে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-৩।
র্যাব জানায়, ২০১৪ সালের ২১ মে লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহীতে আব্দুল মান্নান ভুইয়াকে রাতের আঁধারে ডেকে নিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা করেন। মামলার শুনানি শেষে আদালত ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি তিনজনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
গ্রেফতার এড়াতে জুলফিকার দীর্ঘদিন দেশের বিভিন্ন এলাকায় পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে ৫ মে ২০২৫ তারিখ রাতে সোনাইমুড়ি থানার বাইপাস সড়ক থেকে তাকে আটক করে।