নিবন্ধনে চরম ব্যর্থতা: ১৪৪টি রাজনৈতিক দলের কেউই প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ নয়।
নাজাত ডেস্ক রিপোর্ট।
নির্বাচন কমিশনের (ইসি) সর্বশেষ নিবন্ধন প্রক্রিয়ায় হতাশাজনক চিত্র উঠে এসেছে। নিবন্ধনের জন্য আবেদন করা ১৪৪টি রাজনৈতিক দলের একটিও প্রাথমিক যাচাইয়ে উত্তীর্ণ হতে পারেনি।
মঙ্গলবার (১৫ জুলাই) সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেন ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ। তিনি জানান, আবেদনকারী অধিকাংশ দলের কাগজপত্র অসম্পূর্ণ, বিভ্রান্তিকর বা সংবিধানবিরোধী হওয়ায় প্রাথমিক যাচাইয়ে তারা বাদ পড়ে।
তবে নির্বাচন কমিশন জানিয়েছে, কোনো দলের আবেদন সরাসরি বাতিল করা হয়নি। বরং সংশোধনের সুযোগ রেখে প্রথম পর্যায়ে ৬২টি দলকে ১৫ দিনের সময়সীমা দিয়ে ঘাটতি পূরণের জন্য চিঠি পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য দলগুলোকেও একই ধরনের সুযোগ দেওয়া হবে।
ইসি সূত্র জানায়, ২০ এপ্রিল গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিবন্ধনের জন্য আবেদন আহ্বান জানানো হয়, যা পরে ২২ জুন পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে ১৪৪টি দল মোট ১৪৭টি আবেদন জমা দেয়।
কিন্তু অধিকাংশ দলই জেলা কমিটি, সদস্য তালিকা, দলীয় গঠনতন্ত্র ও নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত বাধ্যতামূলক শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। অনেক আবেদনকারীর কোনো কার্যকর রাজনৈতিক কর্মকাণ্ডের অস্তিত্ব পাওয়া যায়নি বলেও জানায় ইসি।
অতিরিক্ত সচিব আলী নেওয়াজ স্পষ্ট করে বলেন, “নিবন্ধন পেতে হলে সংবিধান অনুযায়ী নির্ধারিত সব শর্ত পূরণ করতেই হবে—এখানে কোনো ছাড় নেই।”
নতুন দল নিবন্ধনের এই প্রক্রিয়াটি আগামীর জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। এখন দেখার বিষয়, সংশোধনের সুযোগ কাজে লাগিয়ে কতগুলো দল নিবন্ধনের যোগ্যতা অর্জন করতে পারে।